1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তারা কেন আমাদের হুমকি দিচ্ছে?'

২৮ মে ২০১৯

মেক্সিকোর সাংবাদিক এবং লেখক আনাবেল এর্নান্দেস ডয়চে ভেলের ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন৷ জার্মানির বন শহরে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিডিয়া ফোরাম'-এ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ৷

https://p.dw.com/p/3JJG9
Interview mit der Gewinnerin des DW Freedom of Speech Award 2019: Anabel Hernández
ছবি: DW/V. Tellmann

‘‘সাংবাদিকরা নিকট ইতিহাসের সবচেয়ে সহিংস সময় পার করছেন, ফলে সঠিক এবং সত্য তথ্য পাওয়ার মানবাধিকার থেকে সমাজ বঞ্চিত হচ্ছে৷ সহিংসতার ভয়ে শত শত মানুষ নীরব থাকার প্রতিক্রিয়া হচ্ছে সাংবাদিক হত্যা৷ কিন্তু তারা কেন আমাদের হত্যা করছে? কেন আমাদের হুমকি দিচ্ছে? কেন আমাদের কারাবন্দি করছে?'' ডয়চে ভেলের ফ্রিডম অব স্পিচ অ্যাওয়ার্ড গ্রহণকালে এসব প্রশ্ন তোলেন সাংবাদিক ও লেখক আনাবেল এর্নান্দেস৷

এই সম্মাননাকে তিনি শুধুমাত্র গত এক দশকে মেক্সিকোয় প্রাণ হারানো ১২৫ জনের বেশি সাংবাদিকের প্রতি নয়, বরং প্রতিদিন শত বাধাবিপত্তি সত্ত্বেও যাঁরা নীতিনৈতিকতা বজায় রেখে এবং ধৈর্যের সাথে কাজ অব্যাহত রেখেছেন, তাঁদের প্রতি উৎসর্গ করেন৷ এর্নান্দেস বলেন, ‘‘তারা আমাদের মৃত দেখতে চায়, আমাদের বাকরুদ্ধ করে দিতে চায়৷ কিন্তু তা সত্ত্বেও আমরা এখনো টিকে আছি এবং আমাদের কণ্ঠস্বর শোনাচ্ছি৷''

১৯৭১ সালে মেক্সিকোতে জন্ম নেয়া এই সাংবাদিক মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র এবং স্বাধীনতা হুমকির মুখে রয়েছে৷ ২০০০ সালে তাঁর বাবাকে অপহরণের পর হত্যা করা হয়েছিল৷ সেই হত্যার বিচার আজও হয়নি৷ ব্যক্তি জীবনের সেই ভয়াবহ ঘটনা তাঁর সাংবাদিক জীবনকে প্রভাবিত করেছে৷ অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সুপরিচিত এই নারী দুর্নীতি, মানবপাচার এবং যৌন শোষনের মতো বিষয় নিয়ে কাজ করেন৷   

উল্লেখ্য,  ডয়চে ভেলে  ২০১৫ সাল থেকে ‘ফ্রিডম অব স্পিচ' অ্যাওয়ার্ড প্রদান করছে৷ প্রথম নারী সাংবাদিক হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছেন আনাবেল এর্নান্দেস৷

এআই/এসিবি (ডয়চে ভেলে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য