1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকারা যে কারণে নির্বাচনে 

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২২ নভেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা মনোনয়নপ্রত্যাশী হয়েছেন বড় তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে৷ কারণ কী?

https://p.dw.com/p/38jcL
Bangladesch Wahlen 2013
ছবি: picture-alliance/A.A./N. Kumar

নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর আওয়ামী লাগ থেকে দু'বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷ তিনি মন্ত্রীও৷ এবারও তিনি নিলফামারী থেকে নির্বাচন করবেন৷ সংগীত শিল্পী মমতজও আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত সংসদ সদস্য৷ তারানা হালিম সংসদ সদস্য হয়েছেন সংরক্ষিত আসনে৷ তিনি এখন তথ্য প্রতিমন্ত্রী৷ ফুটবলার আরিফ খান জয় আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য এবং উপমন্ত্রী৷ তাঁরা সবাই এবারো নির্বাচন করতে চান৷

‘আমি রাজনীতির মানুষ, মুক্তিযুদ্ধ করেছি’

তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আলেচানা চলছে৷ তিনি এবার নির্বাচন করবেন আওয়ামী লীগের হয়ে৷ হিরো আলম এখন মিডিয়ার আকর্ষণ৷ তিনি নির্বাচন করতে চান জাতীয় পার্টি থেকে৷

আওয়ামী লীগ থেকে এবার নির্বাচন করতে চান আরো এক ঝাঁক তারকা৷ তাঁদের মধ্যে আছেন নায়ক ফরুক (আকবর হোসেন পাঠান), সারাহ বেগম কবরী, রোকেয়া প্রাচী, খলনায়ক ডিপজল, শমী কায়সার প্রমুখ৷

বিএনপি থেকে সংগীত শিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, মনির খান, নায়ক হেলাল খান প্রমুখ৷

এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী হওয়ার কারণ জানতে  চাইলে নায়ক ফারুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি রাজনীতির মানুষ৷ আমার জীবন শুরু হয়েছে রাজনীতি দিয়ে৷ আমি মুক্তিযুদ্ধ করেছি৷ পরে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করি৷ এখন আবার রাজনীতি করছি৷ আমি সিনেমায় মাটির কথা বলেছি, মানুষের কথা বলেছি৷ সেটা ছিল অভিনয়৷এখন বাস্তবে মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই৷ আর সেজন্যই আমি এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র কিনেছি৷''

‘রাজনীতিকেও সংস্কৃতিসমৃদ্ধ করা দরকার’

ফারুক গাজীপুর-৫ আসন থেকে মনোনায়নপত্র কিনলেও তাঁকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সাভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে নির্বাচন করতে বলেছেন বলে তিনি জানান৷ তিনি এখন সেভাবে প্রস্তুতি নিচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমাকে নিয়ে হয়তো বা নেত্রীর ভিন্ন চিন্তা আছে৷ সেজন্যই আমাকে গুলশান-বনানী এলকা থেকে নির্বাচনের জন্য বলেছেন৷ আমি এমপি হলে যা মানুষ এবং আমার দলের যাতে কল্যাণ হয় তাই করব৷ রাস্তা ঘাটের উন্নয়ন এটা তো সাধারণ কথা৷ আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই৷''

ফেনী-৩ থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করতে চান অভিনেত্রী রোকেয়া প্রাচী৷ তিনি রাজনীতিকে পরিশীলিত করতেই সংসদ নির্বাচনে অংশ নিতে চান৷ আর তাঁর এলাকার নারীদের জন্য কাজ করতে চান৷ তিনি বলেন, ‘‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান৷ আমি সংস্কৃতির চর্চা করি৷ আমি মনে করি, রাজনীতিকেও সংস্কৃতিসমৃদ্ধ করা দরকার৷ তাহলে রাজনীতি আরো পরিশীলিত হবে৷ রাজনীতি শুদ্ধ হবে৷ দেশের জন্য শুদ্ধ রাজনীতি খুব প্রয়োজন৷''

তিনি আরো বলেন, ‘‘দেশ বা মানুষের সেবা করার উৎকৃষ্টতম পথ হচ্ছে রাজনীতি৷ আমি আমার এলাকার নারীদের জন্য কাজ করতে চাই৷ আমাদের এলাকার নারীরা অনগ্রসর৷ তাঁদের শিক্ষা এবং কর্মসংস্থানে নতুন প্রকল্প নিয়ে কাজ করব৷''

‘অভিনয় করলেও দীর্ঘদিন রাজনীতিতে জড়িত’

চলচ্চিত্র নায়ক হেলাল খানও এবার নির্বাচনের মাঠে৷ তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে বিএনপি'র টিকেটে সংসদ নির্বাচন করতে চান৷ অভিয়নয় ছেড়ে নির্বাচন ও রাজনীতি কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি অভিনয় করলেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত৷ আমি প্রবাসে ছিলাম৷ আইটি ব্যবসা করি৷ আমি দেশের জন্য ও প্রবাসীদের জন্য কাজ করতে চাই৷''

তিনি আরো বলেন, ‘‘সিনেমায় অশ্লীলতা ঢুকে গেছে৷ আমরা বিরোধী দলে থাকায় কোনো কাজ করতে পারিনি৷ সংসদ সদস্য হলে এটা নিয়েও কাজ করতে চাই৷ কাজ করতে চাই আইটি সেক্টরের উন্নয়নে৷''

জানা গেছে, তিনটি দল থেকেই এবার তারকা প্রার্থীরা মনোনয়ন পাবেন৷ তবে কতজন পাবেন তা জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে৷