1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসা পর্যটন

২৩ এপ্রিল ২০১২

জনপ্রিয় নাটক আর সঙ্গীত সৃষ্টি, সঙ্গে ডাক্তারের পাকা হাত৷ ব্যস - এই দিয়ে কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে দক্ষিণ কোরিয়া৷ দিন দিন বাড়ছে এর পরিমাণ৷

https://p.dw.com/p/14jFU
ছবি: AP

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জিলিন'এর একটি নির্মাণ কোম্পানির প্রধান নির্বাহীর মেয়ে এনি গু৷ কলেজ পড়ুয়া এনি'র বয়স ২৪৷ অনেক টাকা পয়সার মালিক তার বাবা'র কাছে তিনি অনেকদিন ধরে একটা বায়না ধরেছেন৷ নিজের চেহারায় পরিবর্তন আনতে চান এনি৷ নিজেকে তিনি দেখতে চান দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সঙ হাই-গিও'র মতো৷

এনির মতো অনেক ধনীর দুলালি ইদানিং তাদের চেহারা ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন আনার জন্য দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন৷ কেননা এসব কাজে সেখানকার ডাক্তারদের হাত পাকা বলে একটা ধারণা জন্মেছে সবার মধ্যে৷ ফলে দক্ষিণ কোরিয়ার আয়ে বড় একটা ভূমিকা রাখছে এই ‘চিকিৎসা পর্যটন'৷

দেশটির সরকারের এক হিসেবে বলা হয়েছে, বিদেশি পর্যটকরা চিকিৎসা খাতে প্রায় ১১৬ মিলিয়ন ডলার খরচ করছে৷ এমন পর্যটকদের প্রায় অর্ধেকই যায় চীন থেকে৷ ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে এসব চীনা পর্যটকের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ এছাড়া জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকা থেকেও অনেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন এই চিকিৎসা সেবা নিতে৷

Bildgalerie Schönheitschirurgie in China
নিতম্বের সার্জারি করার আগে পরীক্ষা করে দেখা হচ্ছেছবি: AP

আর এসব পর্যটকদের সেবা দিতে দক্ষিণ কোরিয়ায় গড়ে উঠেছে অনেক ক্লিনিক৷ ‘জেকে প্লাস্টিক সার্জারি সেন্টার' তেমনই একটা ক্লিনিক৷ প্লাস্টিক সার্জন জু কিওন'এর ক্লিনিক এটা৷ রাজধানী সৌল' এ বিত্তবানদের এলাকা বলে পরিচিত গাঙনাম'এর এই ক্লিনিকে প্রতিদিন গড়ে কয়েক ডজন অস্ত্রোপচার করা হয়৷ প্রায় ১০ জন ডাক্তার কাজ করছেন ঐ ক্লিনিকে৷

এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীদের বিমানবন্দর থেকে লিমুজিনে করে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়৷ আর রোগীদের অভ্যর্থনা জানাতে ক্লিনিকে যেসব কর্মীরা থাকেন তারা পারদর্শী ইংরেজি, চীনা, জাপানি, ভিয়েতনামি সহ নানান ভাষায়৷ কেউ কেউ মঙ্গোলিয়ানও জানেন৷ চিকিৎসা নিতে আসা রোগীদের আরও উন্নত সুবিধা দিতে ক্লিনিকের পক্ষ থেকে সম্প্রতি একটি হোটেলও চালু করা হয়েছে৷

এসব তথ্যই দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি খাতের বর্তমান অবস্থাকে তুলে ধরছে৷ জেকে ক্লিনিকের প্রতিষ্ঠাতা জু কিওন বলছেন, ‘‘প্লাস্টিক সার্জারি দক্ষিণ কোরিয়ার একটি সম্ভাবনায় নতুন রপ্তানি খাত হয়ে উঠছে৷'' অবস্থা বুঝে সরকারও এ খাতকে এগিয়ে নিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে৷ যেমন নিয়মনীতি সহজ করা, সম্ভাবনার এই খাতকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তুলে ধরা, সফল ক্লিনিককে পুরস্কৃত করা ইত্যাদি৷

তবে শুধু চিকিৎসকদের দক্ষতাই নয়, প্লাস্টিক সার্জারি খাতকে এগিয়ে নিতে সবার আগে অবদান বোধহয় দক্ষিণ কোরিয়ার তারকা অভিনেতা ও শিল্পীদের৷ কেননা তাদের জনপ্রিয়তার কারণেই এসব পর্যটকরা দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন৷ ‘কোরিয়া সোসাইটি অব প্লাস্টিক এন্ড রিকন্সট্রাকটিভ সার্জনস' এর এক মুখপাত্র বলছেন, তারকা অভিনয় শিল্পীদের অবদান এই ধরণের পর্যটনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে৷ তিনি বলেন, বিদেশি পর্যটকরা বিখ্যাত কোনো কোরীয় শিল্পীর ছবি এনে চিকিৎসকদের তা দেখায়৷ এবং নিজেকে সেই শিল্পীর মতো করে তৈরি করে দিতে ডাক্তারদের অনুরোধ করে৷

দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ১,৭০০ প্লাস্টিক সার্জন কাজ করছে৷

প্রতিবেদন: জাহিদুল হক, এএফপি

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য