1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার

২৬ নভেম্বর ২০২০

আমফানের পর নিভার। পশ্চিমবঙ্গের পর এ বার তছনছ হচ্ছে তামিলনাড়ু উপকূল। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার।

https://p.dw.com/p/3lqDI
ঘূর্ণিঝড় নিভার
ছবি: R. Parthibhan/dpa/picture alliance

মাঝ রাতে ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়ল সাইক্লোন নিভার। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত আড়াইটা নাগাদ পুদুচেরিতে আঘাত করেছে নিভার। তারপর ক্রমশ তা সরে গিয়েছে তামিলনাড়ুর দিকে। সকালের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ক্রমশ উত্তরে উঠতে শুরু করেছে সাইক্লোনটি। তবে রাতের চেয়ে তার শক্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উপকূল তছনছ হয়ে গিয়েছিল সাইক্লোন আমফানের দাপটে। বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, আমফানের মতোই পুদুচেরিতে আঘাত হানতে পারে নিভার। ঝড়ের দাপটে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলের বসতি। প্রশাসন অবশ্য কোনো ঝুঁকি নেয়নি। দুই দিন আগেই এলাকা থেকে সরিয়ে দিয়েছিল সাধারণ মানুষকে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও আগে থেকে পাঠিয়ে রাখা হয়েছিল এলাকায়। দ্রুত যাতে তারা ব্যবস্থা নিতে পারে।

হাওয়া অফিসের রাত সোয়া তিনটের বুলেটিন অনুযায়ী, আড়াইটে নাগাদ নিভার প্রথম স্থলভাগে ঢোকে। সাইক্লোনের চেহারা নিয়েই স্থলভাগে প্রথম আঘাত করে ঝড়টি। তারপর দ্রুত তা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেয়। ঝড়ের দাপটে পুদুচেরি, কাড্ডালাোর, চেন্নাইয়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, সঙ্গে ঝোড়ো হাওয়া। সকালেও তার গতিবেগ ছিল ৮০ থেকে ৯০ কিলোমিটার। তবে বিকেলের দিকে ঝড়ের গতিবেগ অনেকটাই কমবে বলে জানানো হয়েছে। বৃষ্টি চলবে।

এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি। ঝড় না থামলে উপকূলবর্তী অঞ্চলগুলির অবস্থা ঠিক ভাবে জানা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রাণহানির আশঙ্কা কম বলে জানিয়েছে সরকার। কারণ, আগেই সকলকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কেন্দ্রীয় সরকার পুদুচেরি এবং তামিলনাড়ু সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, আবহাওয়া দফতর)