1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিমের রেকর্ড, শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জয়

৩ মার্চ ২০২০

জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ৷ তামিমের রেকর্ড রানে ৩২২ রান করেও ম্যাচের রোমাঞ্চ ছিল শেষ বল পর্যন্ত৷ 

https://p.dw.com/p/3YoSM
ছবি: Getty Images/AFP/Stringer

সময়টা ভালো যাচ্ছিল না তামিম ইকবালের৷  সমালোচনা হচ্ছিল তার ব্যাটিংয়ের ধরন নিয়ে৷ বাংলাদেশের ব্যাটিংয়ে এখনও মূল স্তম্ভ তিনি, শক্ত হাতে সেই সমালোচনার জবাবটি দিলেন ব্যাটেই৷ ১৯ মাস পর শুধু সেঞ্চুরিই করেননি, ভাঙলেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের নিজের করা রেকর্ডটিও৷ জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ রানে থেমেছেন তিনি৷ইনিংসে ছিল ২০ চার আর তিনটি ছয়ের প্রদর্শনী৷ এর আগে তামিমের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এই জিম্বাবোয়ের বিপক্ষেই৷ ২০০৯ সালে ১৫৪ রান করেছিলেন তিনি৷

দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মাশরাফী৷ দলীয় ৩৮ রানেই ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস৷ দলের স্কোর ৬৫  পর্যন্ত নিয়ে নাজমুল হোসেন শান্তও হয়ে যান রান আউট৷ এরপর মুশফিককে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন তামিম৷ মুশফিক আউট হয়েছেন ৫০ বলে ৫৫ করে৷ এরর ৪১ রান করা মাহমুদুল্লাহর সঙ্গে ১০৬ রানের আরেকটি পার্টনারশিপ গড়েন তামিম৷ ১৩২ বল খেলে নিজে পৌছে যান ১৫০-এ৷ থামেন ১৫৮ রানে৷ নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় আট উইকেটে ৩২২৷

বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবোয়ে৷ চতুর্থ ওভারে ঘটে প্রথম উইকেটের পতন৷ দুর্দান্ত ফিল্ডিংয়ে ৪৯ রানে টেইলরকে রান আউট করেন মিরাজ৷ ১৬তম ওভারে শন উইলিয়ামসকে এলবিডব্লিউর ফাঁদেও ফেলেন তিনি৷ নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও রানের গতি ধরে রাখেন জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা৷ ৪০ ওভারে ৫ উইকেটে তুলে নেন ২০৮ রান৷

বাংলাদেশের বোলারদের ওপর এক পর্যায়ে চড়াও হন ডনাল্ড টিরিপানো ও রিচমন্ড মাটুমবোদজি৷ মাত্র ২৮ বলে ৫০ রানের জুটি গড়ে ৪৭ ওভারে জিম্বাবুয়ের স্কোরে নিয়ে যান ২৮২-তে৷ শেষ চার বলে দরকার ছিল ১৮ রান, হাতে ছিল দুই উইকেট৷ এই সময়ে খেলায় তৈরি হয় নাটকীয়তা৷ পরপর দুই বলে দুই ছক্কায় ম্যাচটি রীতিমতো বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নেয়ার শঙ্কা জাগান টিরিপানো৷ তবে শেষ দুই বলে কোনো অঘটন ঘটতে দেননি আল আমিন৷ পঞ্চম বলে কোনো রানই দেননি৷ জেতার জন্য শেষ বলে ছয় দরকার থাকলেও এক রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিরিপানোকে৷ আট উইকেটে ৩১৮ রানে থামে জিম্বাবোয়ের ইনিংস৷ চার রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা৷ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সিরিজ জয়৷

ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান

                        রান                   প্রতি                  সাল

তামিম               ১৫৮                 জিম্বাবোয়ে         ২০২০

তামিম               ১৫৪                 জিম্বাবোয়ে         ২০০৯

মুশফিক             ১৪৪                 শ্রিলংকা            ২০১৮

ইমরুল              ১৪৪                 জিম্বাবোয়ে         ২০১৮

সাকিব               ১৩৪*               ক্যানাডা             ২০০৭

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৮ (তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*, মিরাজ ৫, মাশরাফি ১, তাইজুল ০, শফিউল ৫*; মুম্বা ১০-০-৬৪-২, টিশুমা ৫-০-৩৫-১, টিরিপানো ৮-০-৫৫-২, মাধেভেরে ৭-০-৩৮-১, রাজা ১০-০-৫৯-০, উইলিয়ামস ৭-০-৩৫-০, মাটুমবোদজি ৩-০-৩৪-০)

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৩১৮/৮ (কামুনহুকামউই ৫১, চাকাভা ২, টেইলর ১১, উইলিয়ামস ১৪, মাধেভেরে ৫২, রাজা ৬৬, মুতুমবামি ১৯, মাটুমবোদজি ৩৪, টিরিপানো ৫৫*, মুম্বা ০*; মাশরাফি ১০-০-৫২-১, শফিউল ৯-০-৭৬-১, মিরাজ ৭-০-২৫-১, আল আমিন ১০-০-৮৫-১, তাইজুল ১০-০-৫২-৩, মাহমুদউল্লাহ ৪-০-২২-০)

এফএস/এসিবি (ইএসপিএন ক্রিকইনফো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান