1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজমহলে ভারতীয়দের প্রবেশ নিয়ন্ত্রণ

৩ জানুয়ারি ২০১৮

মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল গত কয়েকমাস ধরেই খবরে৷ বিশেষত, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে৷ এবার নতুন সিদ্ধান্ত, তাজমহলে দিনে ৪০ হাজারের বেশি ভারতীয় পর্যটক ঢুকতে পারবেন না৷

https://p.dw.com/p/2qGOw
Taj Mahal
ছবি: DW/S. Bandopadhyay

আগে তাজমহলে ঢোকার জন্য দু'রকমের টিকিটের ব্যবস্থা ছিল৷ সাধারণ ভারতীয়রা কম দামের টিকিট কেটে ঢুকতে পারতেন এই মুঘল সৌধে৷ আর বিদেশি পর্যটকদের জন্য বেশি দামের টিকিটের ব্যবস্থা ছিল৷ আর ১৫ বছরের কম বয়সিদের জন্য কোনও টিকিটের প্রয়োজন ছিল না৷ পর্যটকদের সংখ্যারও কোনও নির্ধারিত মাত্রা ছিল না৷ বিশেষ বিশেষ দিনে দেড় লক্ষেরও বেশি মানুষ তাজমহল দেখার সুযোগ পেতেন৷ নতুন নিয়ম অনুসারে, সাধারণ টিকিট নিয়ে দিনে মাত্র ৪০ হাজার ভারতীয় সৌধটিতে ঢুকতে পারবেন৷ বিদেশি পর্যটকরা জন্য অবশ্য এই হিসেবের বাইরে৷

তাজমহলের নাম বাদ!

আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, উচ্চপদস্থ আমলা, পুলিশ এবং প্যারামিলিটারির কর্তারা বৈঠক করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ মূলত দু'টি কারণে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে৷ এক, রক্ষণাবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ; দুই, অতিরিক্ত পর্যটকের কারণে দুর্ঘটনা এড়ানো৷ সূত্রের খবর, সূর্যোদয়ের পর থেকে বেলা ১২টা পর্যন্ত ২০ হাজার দর্শনার্থী তাজমহলে প্রবেশ করতে পারবেন৷ ১৫ বছরের কম বয়সি শিশুদের বিনামূল্যের টিকিট দেওয়া হবে৷ ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বাকি ২০ হাজার দর্শনার্থী সৌধটিতে প্রবেশ করতে পারবেন৷ প্রয়োজনে দর্শনার্থীরা অন লাইনে অগ্রিম টিকিটও কাটতে পারবেন৷

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বার বার খবরে এসেছে তাজমহল৷ আদিত্যনাথের প্রথম রাজ্য বাজেটে তাজমহলের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি৷ বিষয়টি নিয়ে দেশ জুড়ে যথেষ্ট আলোড়নও হয়েছিল৷ পরবর্তীকালে অবশ্য আদিত্যনাথের সরকার তাজমহলের জন্য আলাদা অর্থ বরাদ্দ করে৷ এছাড়াও বিজেপি'র কোনো কোনো নেতা দাবি করেন, তাজমহল এক সময় ছিল হিন্দু মন্দির৷ তা নিয়েও যথেষ্ট আলোড়ন হয়েছিল৷

অধিকাংশ বিশেষজ্ঞই অবশ্য বর্তমান সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ এ সিদ্ধান্ত তাজমহলে দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে৷

রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস (এসজি/এসিবি)