1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তবুও মিশরে অস্ত্র বিক্রি করবেন মাক্রোঁ

৮ ডিসেম্বর ২০২০

মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ২০টি মানবাধিকার সংস্থা৷ তা সত্ত্বেও আব্দেল ফাতাহ এল-সিসিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, মিশরের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাবে তার দেশ৷

https://p.dw.com/p/3mQm1
মাক্রোঁ ও সিসি
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসির সঙ্গে মাক্রোঁছবি: Michel Euler/AP Photo/picture alliance

অবশ্য মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসির ফ্রান্স সফরকে সামনে রেখে ২০টি মানবাধিকার সংস্থা ওই বিবৃতিটি দেয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিলেন মাক্রোঁ৷ বন্ধুপ্রতিম মুসলিমপ্রধান দেশটিতে মানবাধিকার পরিস্থিতি যে ভালো নেই তা মেনে নিয়েও বলেছিলেন, ফ্রান্স সরে গেলে সেই জায়গা নিয়ে নিতে পারে চীন বা পশ্চিমা কোনো দেশ৷ সেই আশঙ্কাকে দূরে রাখতে মিশরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব অর্থ বজায় রাখার পথেই হাঁটছেন মাক্রোঁ৷ সোমবার প্যারিসে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে তাই সরাসরি বলেছেন, ‘‘প্রতিরক্ষা এবং অর্থনীতি সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলোর সঙ্গে আমি অন্য বিষয় বা শর্তকে জড়াবো না৷’’ বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াই জারি রাখার জন্য এমন সম্পর্ক ধরে রাখাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন তিনি৷ তবে ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি, এল-সিসিকে অস্ত্র বিক্রি জারি রাখার সিদ্ধান্ত জানিয়ে আশ্বস্ত করলেও বৈঠকের এক পর্যায়ে মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন৷

এসিবি কেএম এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান