1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় মেসির না আসার গুজব উড়িয়ে দিলো বাফুফে

১২ জুন ২০১১

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ঢাকায় আগমন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে৷ আর্জেন্টিনা ও নাইজিরিয়া দলের প্রীতি ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে তারা শুরু করেও দিয়েছে৷

https://p.dw.com/p/11Yya
লিওনেল মেসির এই খেলা দেখতে উদগ্রীব বাংলাদেশের দর্শকরাছবি: AP

আগামী ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা দল ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে নাইজিরিয়ার বিরুদ্ধে৷ তার আগে ২ সেপ্টেম্বর মেসিরা কোলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে৷ এই নিয়ে নাইজিরিয়ার বিপক্ষে এই মৌসুমে দ্বিতীয়বারের মত প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা৷ গত ৩০ মে নাইজিরিয়ার আবুজাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সুপার ঈগলরা জিতেছিল ৪-১ ব্যবধানে৷ তাই এবারের ম্যাচটি আরও জমজমাট হওয়ার আশা করছেন ফুটবল প্রেমীরা৷

বাংলাদেশে যে কোন দলের চেয়ে আর্জেন্টিনার সমর্থক সংখ্যা অনেক বেশি৷ তাই মেসির আগমনের খবর জানতে পেরে আশায় বুক বেঁধে রয়েছে আর্জেন্টিনার সমর্থকরা৷ শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, বাকিরাও বিশ্ব সেরা এই ফুটবলারকে এক নজর দেখতে চান৷ কিন্তু মেসির আগমন নিয়ে কিছুটা সংশয় তৈরি হওয়ায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন ৷

এর কারণ দিন কয়েক আগে ফার্নান্দো নুনেজের একটি মন্তব্য৷ ঢাকা এবং কোলকাতায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের মূল আয়োজক ওয়ার্ল্ড ইলেভেনের কর্মকর্তা নুনেজ জানান যে, মেসি নাও আসতে পারেন ঢাকায়৷ যদিও তিনি বলেছেন যে মেসিকে নিয়ে আসার জন্য তারা সব চেষ্টাই করবেন, কিন্তু এজন্য তারা বাধ্য নন৷ এরপর থেকেই মেসি আসবেন কি আসবেন না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ সভাপতি বাদল রায় এমন গুঞ্জন নাকচ করে দিয়ে বলেছেন, ‘‘আর্জেন্টিনা দলের ঢাকা আসা মানেই মেসিকে সঙ্গে নিয়ে আসা৷ মেসি না আসলে আর্জেন্টিনাও আসবে না৷'' তিনি জানিয়েছেন, ওয়ার্ল্ড ইলেভেনের সঙ্গে বাফুফের চুক্তি হয়নি, চুক্তি হয়েছে ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে৷ বাদল রায় আরও জানিয়েছেন, ম্যাচ নিয়ে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে মেসি, তেভেজ ও ডি মারিয়ার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে৷ যদি মেসি ঢাকায় আসতে ব্যর্থ হন তাহলে চুক্তি অনুযায়ী সেলিব্রিটি ম্যানেজমেন্ট ক্ষতিপুরণ দিতে বাধ্য৷ এদিকে সেলিব্রিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকেও মেসির ঢাকায় আসার কথা বলা হয়েছে৷ গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘পূর্ণ শক্তির দল নিয়েই আসছে আর্জেন্টিনা৷ মেসিসহ সুনির্দিষ্ট খেলোয়াড়দের নাম উল্লেখ করেই চুক্তি করেছি আমরা৷''

এদিকে আগামী ৬ সেপ্টেম্বরের ম্যাচ নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাফুফে৷ আগামী ৩ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার পর দুই দিন অনুশীলন করবে আর্জেন্টিনা দল৷ ম্যাচের টিকিটের দাম ও টিভি স্বত্ব নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে৷ আর্জেন্টিনা- নাইজিরিয়া ম্যাচের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য