1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় পল্লবী থানায় বোমা বিস্ফোরণ

২৯ জুলাই ২০২০

ঢাকার মিরপুরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন৷ অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নেয়া তিন ব্যক্তির সঙ্গে জব্দ করা একটি ওজনযন্ত্রে বোমাটি লুকানো ছিল৷

https://p.dw.com/p/3g5xC
Bangladesch Dhaka | Bombenexplosion bei Polizeistation
ছবি: Mortuza Rashed

বুধবার ভোর সোয়া ছয়টায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান৷

পল্লাবী থানার এসআই আকলিমা খানম সংবাদ মাধ্যমটিকে বলেন, ‘‘ভোর রাতে তিনজন সন্ত্রাসীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷ তাদের সঙ্গে একটি ওজন মাপার মেশিন ছিল৷ তারা বলছিল, ওই ওজন মাপার মেশিনে বোমা রয়েছে৷’’

পরে বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়৷ তারা ডিউটি অফিসারের কক্ষে ওজন মাপার মেশিন পরীক্ষা করে৷ পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেছেন, ‘‘ওই যন্ত্রে একাধিক বিস্ফোরক ছিল৷ তার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে৷ বাকিগুলো নিষ্ক্রিয় করতে কাজ চলছে৷’’

বিস্ফোরণে আহত হয়েছেন, পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই রুমি, পিএসআই সজীব ও অঙ্কুর এবং রিয়াজ নামের একজন৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজকে বলেন, ‘‘সকালে তাদের পাঁচজনকেই ঢাকা মেডিকেলে আনা হয়৷ অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়৷’’ এর মধ্যে সজীবের কানে সমস্যা, রুমির ও রিয়াজের হাতে জখম আর পরিদর্শক এমরানের বাঁ পায়ের হাঁটুর নিচে জখম হয়েছে বলে জানান তিনি৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)