1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় জার্মানির উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল

২২ জুন ২০১১

২০২১ সালের মধ্যে বাংলাদেশের একটি মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার সব সম্ভাবনা রয়েছে৷ জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এই যাত্রায় সব ধরনের সহযোগিতা দেবে৷

https://p.dw.com/p/11h0E
GMF Dirk Niebel Speaker Dirk Niebel auf dem Global Media Forum 2011 Bildrechte: Verwertungsrechte im Kontext des Global Media Forums eingeräumt.
জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেলছবি: GMF

ঢাকা সফরের প্রথম দিনে মঙ্গলবার একথা জানিয়েছেন জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগস৷ তারা মনে করেন, এজন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে আর ভূমিকা রাখতে হবে সুশীল সমাজকে৷

সফরের প্রথম দিনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিবেশ প্রতিমন্ত্রী ড.হাসান মাহমুদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন৷ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে একটি স্থিতিশীল দেশ৷ পাকিস্তান ও আফগানিস্তানের দিকে তাকালে তা সহজেই বোঝা যায়৷ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হতে পারে৷ আর সহাস্রাব্দের লক্ষ্য মাত্রা অর্জনেও বাংলাদেশ সক্ষম হবে বলে তার আশা৷ জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে৷ আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে৷

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে৷ দরজা বন্ধ করে রাখলে চলবেনা৷

ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগস বলেন, একটি দেশের উন্নয়নে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ গনতন্ত্র এবং উন্নয়নের জন্য তাদের সুযোগ দিতে হবে৷ থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতা৷

ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল বলেন স্বাধীন দুর্নীতি দমন কমিশন নিয়ে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করছেন৷ তিনি বলেন প্রত্যেকটি দেশেরই উচিত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা৷ কারণ দুর্নীতি উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগের অন্তরায়৷ দুর্নীতি দারিদ্র্য বাড়ায়৷

এই দুজন মন্ত্রী তাদের সফরে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন