1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ঋত্বিক ঘটক রেট্রস্পেকটিভ

১৭ নভেম্বর ২০১১

১৯শে নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে প্রয়াত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের চলচ্চিত্রকর্মের রেট্রস্পেকটিভ৷ উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল৷ সেই সন্ধ্যায় দেখানো হবে তাঁর বিখ্যাত ছবি ‘তিতাস একটি নদীর নাম’৷

https://p.dw.com/p/13CUB
ছবি: ESO/M. Kornmesser

ঢাকার শিল্পকলা একাডেমিতে আগামী ১৯ থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত চলবে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রাভিনেত্রী, পরিচালক এবং জাতীয় সংসদ সদস্য কবরী সারোয়ার৷ সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী৷

ঋত্বিক ঘটক রেট্রস্পেকটিভ প্রসঙ্গে মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, ‘‘ঋত্বিক ঘটক আমাদের দেশের সংস্কৃতিক জগতে এক অন্যতম ব্যক্তিত্ব৷ তিনি ভারতের গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হয়ে প্রথম জীবনে নাটকের মানুষ হিসেবেই বেড়ে ওঠেন৷ এর পাশাপাশি একজন অভিনেতা এবং নাট্যকার হিসেবেও পরিচিতি পান৷ দেশ বিভাগের এক পর্যায়ে তিনি বাংলাদেশ থেকে চলে যান ভারতে৷ চলচ্চিত্রে তাঁর ভূমিকা এবং অবদান আন্তর্জাতিক মানের এবং তাঁর চলচ্চিত্রগুলো নিয়েই আমরা একটি উৎসবের আয়োজন করেছি৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমাদের একটি চলচ্চিত্র বিভাগ রয়েছে, হয়তো তা সবসময় সক্রিয় ছিল না৷ কিন্তু সাম্প্রতিক কালে এটি অত্যন্ত সক্রিয় এবং প্রায় প্রতি সপ্তাহে চলচ্চিত্র প্রদর্শনী হয় এবং এখানে আমরা এই উৎসবটি আয়োজন করতে যাচ্ছি৷''

উল্লেখ্য, ঋত্বিক ঘটকের জন্ম ঢাকায় ১৯২৫ সালের ৪ নভেম্বর৷ ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়৷ সামাজিক বাস্তবতার অকপট চিত্রায়নের জন্য তিনি চলচ্চিত্র জগতের এক মহিরুহ বলে পরিচিত৷ ভারতের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে তিনি অধ্যাপনা করেন৷

ছয়দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন দুটি করে ছবি দেখানো হবে৷ ছবিগুলো হচ্ছে, নাগরিক, যুক্তি তক্ক গপ্পো, বাড়ি থেকে পালিয়ে, অযান্ত্রিক, সুবর্ণরেখা, কমল গান্ধার, মেঘে ঢাকা তারা এবং তিতাস একটি নদীর নাম৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান