1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিভাগ: আ. লীগ ৩৪, বিএনপি ২৩

১৮ জানুয়ারি ২০১১

ঢাকা বিভাগের পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৩৪টি পৌরসভায় জয়লাভ করেছেন৷ এদিকে একটু আগে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌর নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে৷

https://p.dw.com/p/zyyM
ছবি: Mustafiz Mamun

ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভার ৬১টির ফলাফলে আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীরা মেয়র পদে ৩৪টিতে জয়ী হয়েছেন৷ বিএনপি এবং তার বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন ২৩টি পৌরসভায়৷ স্বতন্ত্র হিসেবে মেয়র পদে জয়ী হয়ছেন ৪ জন৷ ২টি পৌরসভা কালিয়াকৈর ও ঘাটাইলে কয়েকটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত আছে৷

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌর এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে৷ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত৷ ব্রাহ্মনবাড়িয়া পৌরসভার নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট৷ এই নির্বাচনের মাধ্যমে ২৪২টি পৌরসভার নির্বাচন শেষ হবে৷

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হয়ছে৷ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা করছেন না তিনি ৷

ঢাকা বিভাগের নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে বিএপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কারচুপির অভিযোগ করছেন৷ তিনি দাবি করেছেন, একদিনে নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা আরো ভাল করত৷ আওয়ামী লীগ প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ পেত না৷

আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এখন টাকার খেলায় পরিণত হয়েছে৷ মনোনয়ন পেতে প্রার্থীদের ঘাটে ঘাটে টাকা দিতে হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক