1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

২০ জুলাই ২০২২

টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ায় ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে৷

https://p.dw.com/p/4EO4u
টিকিট না পেয়ে একদল শিক্ষার্থী লাইনের ওপর অবরোধ করেছবি: picture-alliance/NurPhoto/S. Rahman

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, রাজশাহী যাওয়ার টিকিট না পাওয়ায় স্টেশনে রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় একদল শিক্ষার্থী৷ তাদের এ অবরোধের কারণে বুধবার সকাল ৯টা থেকে বিমানবন্দর স্টেশন হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ ফলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের সব রেলপথেই ট্রেন চলাচল কার্যত বন্ধ ছিল কয়েক ঘণ্টা৷

 

বিক্ষোভকারীদের একজন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য টিকিট সংগ্রহে বহু শিক্ষার্থী সকালে বিমানবন্দর স্টেশনে জড়ো হয়৷ কিন্তু কয়েকজনকে টিকেট দেওয়ার পর কাউন্টার থেকে বলা হয় ‘টিকিট নাই'৷

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে৷ তাদের অবরোধের কারণে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে আটকে যায়৷ এ সময় টিকিট কাউন্টারে ভাঙচুরও করা হয়৷

রেলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করার দাবিতে ঢাকার কমলাপুর স্টেশনে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী৷ চট্টগ্রামেও একই দাবিতে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে বসেছেন৷

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)