1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়েচে বান ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা কিনছে

২২ এপ্রিল ২০১০

শর্ত অনুযায়ী শেয়ারের অংশীদার অ্যারিভা তাদের প্রতিটি শেয়ারের জন্যে ৭৭৫ পেন্স করে পাবে৷ শীর্ষ ব্রিটিশ পরিবহন কোম্পানিগুলোর একটি হচ্ছে অ্যারিভা৷ ব্রিটেন সহ ইউরোপের ১২টি দেশে বাস এবং মেট্রো সার্ভিস চালাচ্ছে তারা৷

https://p.dw.com/p/N39J
সংবাদ সম্মেলনে ডয়চে বান-এর প্রধান নির্বাহী রুডিগার গ্রুবেছবি: picture alliance/dpa

জার্মানির জাতীয় রেল কোম্পানি ডয়চে বান ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা কেনার ব্যাপারে একমত হয়েছে৷ নগদ অর্থে কেনা হচ্ছে অ্যারিভা৷ এরজন্যে জার্মানিকে দিতে হচ্ছে ১.৮২৭ বিলিয়ন ইউরো (১.৫৮৫ বিলিয়ন পাউন্ড)৷

লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডয়চে বান'এর পরিচালনা বোর্ড এবং ব্রিটিশ পরিবহন অপারেটর অ্যারিভা প্রস্তাবিত নগদ অর্থের ব্যাপারে চুক্তিতে পৌঁছানোর কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছে৷

শর্ত অনুযায়ী শেয়ারের অংশীদার অ্যারিভা তাদের প্রতিটি শেয়ারের জন্যে ৭৭৫ পেন্স করে পাবে৷ শীর্ষ ব্রিটিশ পরিবহন কোম্পানিগুলোর একটি হচ্ছে অ্যারিভা৷ ব্রিটেন সহ ইউরোপের ১২টি দেশে বাস এবং মেট্রো সার্ভিস চালাচ্ছে তারা৷ কর্মী সংখ্যা ৪০ হাজারের ওপরে৷

Arriva übernahme durch Deutsche Bahn
ব্রিটেন সহ ইউরোপের ১২টি দেশে বাস এবং মেট্রো সার্ভিস চালাচ্ছে অ্যারিভা৷ছবি: picture alliance/dpa

ডয়চে বানের প্রধান নির্বাহী রুডিগার গ্রুবে বৃহস্পতিবার বলেছেন, ইউরোপীয় পরিবহন বাজারকে ধীরে ধীরে উদার করে তোলা ডয়চে বানের কৌশলেরই অংশ৷ এবং অ্যারিভার সঙ্গে এই চুক্তির লক্ষ্যও সেটাই৷ কোম্পানির বিবৃতিতে গ্রুবে বলেন, ইউরোপে ডয়চে বানের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করবে অ্যারিভার কর্মকান্ড৷ তিনি জানান, অ্যারিভা ডয়চে বান'কে ইউরোপে তার সম্প্রসারণের এক প্লাটফর্ম সরবরাহ করবে এবং ইউরোপের অন্যতম প্রধান যাত্রী পরিবহন গ্রুপ হিসেবে তার অবস্থান আরও বৃদ্ধি করবে৷

অ্যারিভার চেয়ারম্যান রিচার্ড ব্রডবেন্ট বলেন, কোম্পানীর যা মূল্য তা পুরোপুরি বিবেচনায় এনেই অধিগ্রহণের জন্য অর্থ দিচ্ছে ডয়চে বান৷

উল্লেখ্য, বিশ্বের ১৫০টি দেশে ডয়চে বান'এর কর্মতৎপরতা বিস্তৃত৷ কর্মী সংখ্যা ২ লাখ ৪০ হাজার৷ গত বছর তার আয়ের অঙ্ক ছিল ২৯.৩ বিলিয়ন ইউরো৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফাররুক