‘ডয়চে ভেলের ৬০তম জন্মদিন’ | পাঠক ভাবনা | DW | 30.04.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলের ৬০তম জন্মদিন’

ডয়চে ভেলের ৬০ বছর পূর্তির প্রাক্কালে এই বিষয়ের ওপর তুলে ধরা পরিবেশনা যথাযথ মনে হল৷ জানতে পারলাম শুরু থেকে আজ পর্যন্ত ডয়চে ভেলের দীর্ঘ পথ পরিক্রমা৷

জানতে চাই বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক বেতার ও টেলিভিশন সম্প্রচারের ভূমিকা ও ভবিষ্যৎ সম্পর্কে৷ ডয়চে ভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো৷ বিগত দিনের মতো আগামী দিনেও আমরা ডয়চে ভেলের পাশে থাকবো আরও নিবিড়ভাবে৷

বিশ্ব পুস্তক ও কপিরাইট দিবস নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরার জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ আসলে ডিজিটাল প্রযুক্তির যুগে বইকে আজ উপেক্ষিত মনে হলেও বইয়ের জগত এবং বই পড়ার উৎসাহ এখনো অটুট আছে সন্দেহ নেই৷ কাগজে ছাপানো, বাঁধানো, মলাট দেওয়া বইয়ের কদরই যে আলাদা৷ নতুনকে সরিয়ে আবার পুরাতনই যে নতুন হয়ে ফিরে আসে৷

জার্মানিতে ইউরো নিয়ে অসন্তুষ্ট অর্থনীতিবিদ ও প্রফেসরদের নিয়ে নতুন গঠিত রাজনৈতিক দল এ এফ ডি (অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড) সম্পর্কে নতুন তথ্য জানতে পারলাম৷ নতুন এই দলটি যেহেতু ন্যূনতম ৫ শতাংশ ভোটের সীমারেখা পার করতে পেরেছে এবং ম্যার্কেলের রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের জোটের ও বিরোধী সামাজিক গণতন্ত্রী দলের জোটের মধ্যে নামমাত্র ব্যবধান, সেহেতু আগামী সংসদীয় নির্বাচনে এই দলটির ভূমিকা বেশ গুরুত্বপূ্র্ণ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে হয়৷

তবে বড় দুটি দল সি ডি ইউ এবং এস পি ডি ইউরোর পরিবর্তে জার্মান ডয়চে মার্ক ফিরিয়ে আনার পক্ষে সম্মত হবে কি? কারণ বেশিরভাগ জার্মান নাগরিক যেখানে ইউরো মুদ্রার পক্ষে৷ ৩/৪টি ই-মেল পাঠিয়েছেন নিয়মিত আমাদের ওয়েবসাইট পাঠক সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী থেকে৷

প্রিয় ডয়চে ভেলে, আগামী ২রা মে পূর্ণ হচ্ছে ডয়চে ভেলের সম্প্রচার শুরুর ৬০ বছর আর ৩রা মে পা রাখবে ৬১তম বর্ষে৷ এই শুভ লগ্ন উপলক্ষ্যে ডয়চে ভেলেকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা৷ এই দিনটির স্মরণে ‘ডয়চে ভেলের ৬০ বছর পূর্তি' প্রতিবেদনটি খুব ভালো লাগল৷ জানতে পারলাম জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত ৬০ বছর ধরে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে ডয়চে ভেলের এগিয়ে চলার কাহিনী৷ ১৯৭৫ সালের ১৫ই এপ্রিল থেকে ২০১৩ সালের ৮ই মার্চ পর্যন্ত ৩৮ বছর ব্যাপী বাংলাভাষায় সম্প্রচার সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের হৃদয়ে ডয়চে ভেলেকে স্থান করে দিয়েছে৷ এর মধ্যে বাংলাদেশের মানুষের জন্য ছিল প্রায় তিন বছরব্যাপী এফ এম সম্প্রচারও৷ পরিবর্তন জীবনের ধর্ম৷ তাই সময়ের সাথে সাথে ডয়চে ভেলের মধ্যেও এসেছে পরিবর্তন৷

বাঙালিদের কাঁদিয়ে যেমন বাংলা ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ হয়েছে, তেমনি শুরু হয়েছে ‘অন্বেষণ'৷ বাংলাদেশের কথা মাথায় রেখে এটি সম্প্রচার শুরু হলেও ইন্টারনেটের মাধ্যমে এই বঙ্গের বাঙালিদের কাছেও পৌঁছে যাচ্ছে এটি৷ বেতার, টিভি, অনলাইন সম্প্রচার, ফেসবুক ফ্যানপেজ, প্রভৃতির মাধ্যমে ডয়চে ভেলের কর্মধারা আজ ব্যাপক বিস্তারলাভ করেছে৷ কামনা করি এরকম অনেকগুলি ‘৬০ বছর' ধরে ডয়চে ভেলে শ্রোতা ও পাঠকের একান্ত আপন হয়ে স্বমহিমায় বিরাজ করুক৷ সবাই ভালো থাকবেন৷ নমস্কার নেবেন৷ ইতি কেকা প্রধান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

-ধন্যবাদ দু'জনকেই৷ অন্যবন্ধুদের কাছ থেকে যে কোনো সাড়া শব্দ পাচ্ছিনা, কী ব্যাপার? আমরা কিন্তু অপেক্ষা করছি আপনাদের মতামতের জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন