1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরস্কার পেল ডয়চে ভেলে

২১ এপ্রিল ২০১৩

এপ্রিলে অনুষ্ঠিত নিউ ইয়র্ক ফেস্টিভালে ডিডাব্লিউ-এর দুটি টেলিভিশন প্রযোজনা পুরস্কার পেয়েছে: ‘‘ম্যাক্স এক্স-এর আজব দুনিয়া’’ এবং ‘‘দুরূহ অতীত: একটি স্কুলের নাৎসি ইতিহাস’’৷

https://p.dw.com/p/18JpL
01.2012 DW Euromaxx Max X eng

‘‘দ্য স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড অফ ম্যাক্স এক্স'' সম্প্রচারিত হয় ডিডাব্লিউ-এর ইউরোপীয় সংস্কৃতি সংক্রান্ত টেলিভিশন ম্যাগাজিন ইউরোম্যাক্স-এর অংশ হিসেবে৷ নিউ ইয়র্ক ফেস্টিভালের ‘বিশ্বের সেরা টেলিভিশন ও ফিল্ম' বিভাগে ‘বিশ্ব স্বর্ণপদক' জয় করেছে ‘ম্যাক্স এক্স'৷ মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষকে স্বীকৃতি ও সম্মাননা দেবার জন্য এই বাৎসরিক ফেস্টিভালের আয়োজন করা হয়ে থাকে৷

Pressemitteilung "Gold and bronze for DW television productions at N.Y.F" ein. Bildtitel: Difficult Past Bildbeschreibung: Heinz Stern, ehemaliger Schüler am Friedrich Eugens Gymnasium in Stuttgart, und seine Schwester Ruth. Copyright: privat Aufnahme 1936, Stuttgart
‘‘দুরূহ অতীত: একটি স্কুলের নাৎসি ইতিহাস’’ছবি: privat

ম্যক্স এক্স-এর ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ চিত্রনির্মাতা ডেভিড প্যাকার৷ ছবিতে তিনি হলেন এক দুর্ভাগা, যাকে আধুনিক প্রযুক্তির নানা ফ্যাকড়া ও বিপদআপদের সঙ্গে সংগ্রাম করে জীবনধারণ করতে হচ্ছে৷ সিরিজটি উদ্ভাবন করেন প্যাকার ও ডিডাব্লিউ-এর তিনজন সাংবাদিক: রল্ফ রিশে, মিশা হয়ার এবং আক্সেল প্রিমাভেসি৷ সিরিজটি গত নভেম্বরেই ক্যালিফর্নিয়ার অ্যাকোলেড প্রতিযোগিতায় কমেডি সিরিজ বিভাগে পুরস্কার জয় করেছে৷ ম্যাক্স এক্স সিরিজের বিভিন্ন এপিসোড ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ও কমেডি ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে, ফ্রান্স থেকে শুরু করে স্যান ফ্র্যান্সিসকো হয়ে রে'ইউনিয়ন পর্যন্ত৷

‘দুরূহ অতীত'

‘‘দুরূহ অতীত: একটি স্কুলের নাৎসি ইতিহাস'' ডিডাব্লিউ-এর ‘মানুষ ও রাজনীতি' পর্যায়ের প্রযোজনা, নিউ ইয়র্ক ফেস্টিভালে ‘তাম্র বিশ্ব পদক' লাভ করেছে৷ ডিডাব্লিউ-এর সাংবাদিক আলেক্সান্ডার ফাইস্ট-এর নির্মিত ছবিটির মূলমন্ত্র হল, হলোকস্টের দুঃস্বপ্নটাকে বোঝা এবং তা নিয়ে কাজ করাটাও একটা পন্থা৷ ছবিতে হলোকস্ট চলাকালীন জার্মানির ফ্রিডরিশ অয়গেন্স হাইস্কুলের ইহুদি ছাত্রদের ভাগ্য অনুসন্ধান করার প্রচেষ্টা করা হয়েছে৷ এক প্রাক্তন ছাত্র, যিনি আজ ইসরায়েলে বসবাস করেন, ঘটনাবলীর প্রায় ৮০ বছর পরে তাঁর সে সময়ের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন৷

এসি/ডিজি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য