ডিডাব্লিউ: আগামী মহাপরিচালক পেটার লিমবুর্গ | ডিডাব্লিউ'কে জানুন | DW | 16.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ডিডাব্লিউ: আগামী মহাপরিচালক পেটার লিমবুর্গ

শুক্রবার ডয়চে ভেলের সম্প্রচার পরিষদ বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পেটার লিমবুর্গকে আগামী মহাপরিচালক হিসেবে নির্বাচিত করেছেন৷

শুক্রবার বার্লিনে সম্প্রচার পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তাঁর পক্ষে ১৪টি, বিপক্ষে ১টি ভোট পড়েছে৷ দুই সদস্য ভোটদানে বিরত ছিলেন৷ নির্বাচনের পর পরিষদের সভাপতি ভালেন্টিন স্মিট বলেন, ‘‘আধুনিক মাল্টিমিডিয়া সংস্থা হিসেবে ডয়চে ভেলেকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে পেটার লিমবুর্গ অত্যন্ত যোগ্য ব্যক্তি হবেন৷ তিনি শুধু আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রথম সারির এক সাংবাদিক নন, মিডিয়া জগতে ম্যানেজার হিসেবেও সাফল্যের প্রমাণ দিয়েছেন৷'' উল্লেখ্য, বর্তমান মহাপরিচালক এরিক বেটারমান আগামী সেপ্টেম্বর মাসে বিদায় নিচ্ছেন৷

Erik Bettermann

আগামী সেপ্টেম্বর মাসে বিদায় নিচ্ছেন এরিক বেটারমান

৫২ বছর বয়সি পেটার লিমবুর্গ এই মুহূর্তে জার্মানির বেসরকারি টেলিভিশন গোষ্ঠী ‘প্রো-সিবেন সাট-আইন্স' গোষ্ঠীর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্যাল ইনফরমেশন' হিসেবে কাজ করছেন৷ ডয়চে ভেলের আগামী মহাপরিচালক হিসেবে তিনি ডয়চে ভেলের ভাষাগত বৈচিত্র্য ও মাল্টিমিডিয়া কাঠামোর আরও বিকাশ ঘটাতে চান৷ নির্বাচনের পর লিমবুর্গ তাঁর প্রতি এই আস্থা দেখানোর জন্য সম্প্রচার পরিষদের প্রতি ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ‘‘গোটা বিশ্বে জার্মানির ভাবমূর্তি রক্ষা করার জন্য কাজ করা একটা চ্যালেঞ্জ৷ সর্বশক্তি প্রয়োগ করে আগামী বছরগুলিতে আমি এই কাজ করবো৷''

ডয়চে ভেলের সঙ্গে পেটার লিমবুর্গ-এর সম্পর্ক নতুন নয়৷ তাঁর কূটনীতিক বাবা কর্মসূত্রে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন৷ রোম, প্যারিস, এথেন্স ও ব্রাসেলস-এর মতো শহরেই বড় হয়ে উঠেছেন তিনি৷ তাই কিশোর বয়সেই ডয়চে ভেলের অনুষ্ঠান ছিল তাঁর সঙ্গী৷ মহাপরিচালক হিসেবে কার্যভার গ্রহণ করে তিনি ডয়চে ভেলের সঙ্গে জার্মানির অভ্যন্তরীণ দুই টেলিভিশন নেটওয়ার্ক-এর সহযোগিতা আরও নিবিড় করতে চান৷

বন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে উচ্চশিক্ষার পর ডিএফএ টেলিভিশন এজেন্সিতে সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং লন্ডন ও ব্রাসেলস-এ কাজ শুরু করেন৷ তারপর থেকে সাট-আইন্স টেলিভিশন নেটওয়ার্কের বিভিন্ন শীর্ষ পদে কাজ করেছেন তিনি৷ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন পেটার লিমবুর্গ৷

এসবি/জেডএইচ (ডয়চে ভেলে)

নির্বাচিত প্রতিবেদন