1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

ডিজনি ওয়ার্ল্ডের দরজা খুলে গেলো আবার!

১৩ জুলাই ২০২০

করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় বিনোদন পার্ক যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে দরজা দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হলো৷

https://p.dw.com/p/3fEq2
ছবি: picture-alliance/C. Knowlton

ম্যাজিক কিংডম পার্ক এবং ডিজনির অ্যানিমেল কিংডম পার্ক এখন সকলের জন্য উন্মুক্ত৷ এমনটাই লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের কাছে থিম পার্কের ওয়েবসাইটের পাতায়৷ থিম পার্কের গেটে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হবে৷ পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘করোনাকালেও আমরা ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের যাদুকরী মুহূর্তগুলো একসাথে উপভোগ করবো যা মূল্যবান স্মৃতি হিসেবে সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে৷’’

প্রতিবছর সাধারণত প্রায় ছয় কোটি মানুষ আসেন ফ্লোরিডার এই বিনোদন পার্কে৷ করোনা মহামারির কারণে গত মার্চ মাস থেকে বন্ধ ছিল৷

USA I Florida I Walt Disney World I COVID-19
ছবি: picture-alliance/C. Knowlton

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে নতুন সংক্রমণের সংখ্যা বেড়ে সৃষ্টি করেছে নতুন রেকর্ড৷ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য অনুযায়ী ডিজনি ওয়ার্ল্ড খুলে দেওয়ার ঠিক আগের দিন শুক্রবার রাতে সংক্রমণের নতুন সংখ্যা ছিলো ৬৬ ৬২৭৷ নতুন সংক্রমণের বড় অংশ ছিলো ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায়৷ করোনা মহামারির শুরুতে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩২ লাখ মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কা করেছিলেন৷

এনএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য