1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অর্থনীতি

২ আগস্ট ২০১২

বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম নিয়ে বিতর্কের মধ্যেই এর নীতিমালা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে৷ এজন্য ডাইরেক্ট সেলিং আইন নামে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে৷

https://p.dw.com/p/15hlQ
ছবি: picture alliance / Photoshot

বাংলাদেশে ডেসটিনি ২০০০, নিউ ওয়ে, ইউনিপে টু ইউসহ শতাধিক এমএলএম প্রতিষ্ঠান এখন বিতর্কের মুখে রয়েছে৷ এর মধ্যেই ডেসটিনি ২০০০ ও ইউনিপে টু ইউসহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও প্রতারিত সাধারণ মানুষ মামলা করেছেন৷ তারা পন্য বিপণনের নামে পিরামিড পদ্ধতিতে গ্রাহকদের সারা জীবন লাভের কথা বলে প্রচুর টাকা নিয়েছে৷ আর এই বিতর্কের মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করেছে৷ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে, সেই আইনে পিরামিড পদ্ধতির বিপণন ব্যবস্থা রাখা হয়েছে৷ যার বিরোধিতা করছেন অর্থনীতিবিতদরা৷ অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, এতে প্রতারণা বন্ধ হবেনা৷ বরং প্রতারণার সুযোগ করে দেয়া হবে৷

অর্থনীতিবিদ ড. আনু মুহাম্দ বলেন, এই আইন প্রণয়নে এমএলএম কোম্পানিগুলোর প্রভাব থাকতে পারে৷ কারণ তারা এতদিন যে সব অস্বচ্ছ কাজ করেছে, এবার তার বৈধতা দিতে চায়৷ আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ বলেন, এমএলএম কোম্পানিগুলোতে সামাজের পরিচিত কিছু মানুষ জড়িয়ে পড়েছেন৷ তাঁদের ব্যবহার করেই প্রভাব বিস্তারের ঘটনা ঘটে৷

তাঁরা বলেন, এখন বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো এমএলএম কোম্পানির প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ৷ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার দেশের বাইরে পালিয়েও গেছেন৷ তাই তাদের নিয়ন্ত্রণে কোনো আইন হলে তা হতে হবে স্বচ্ছ এবং প্রতারণা বন্ধে কার্যকর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য