1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেন্ড হয়ে উঠছে ‘আগলি মেকআপ'

৩০ জানুয়ারি ২০২২

আগলি মেকআপ৷ রক স্টার অ্যালিস কুপার, দ্য কিউর ব্যান্ডের রবার্ট স্মিথ এবং পপ আইকন লেডি গাগার মতো শিল্পী ও সংগীতজ্ঞরা গত কয়েক দশক ধরে তাদের শৈল্পিক অভিব্যক্তির অংশ হিসেবে এমন মেকআপ নিয়ে মঞ্চে হাজির হচ্ছেন৷

https://p.dw.com/p/46HW0
ছবি: Getty Images/AFP/P. Fong

টমাস সুইমস বার্লিনে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন৷ তার আগে অনেকদিন থিয়েটারে কাজ করেছেন৷ সেখানে তিনি মেকআপ সম্পর্কে অনেক কিছু শিখেছেন৷ তিনি দৈনন্দিন জীবনে মেকআপ ব্যবহার করেন না, তবে বিশেষ অনুষ্ঠানে মেকআপ করতে পছন্দ করেন৷ টমাস বলেন, ‘‘এটা আমার জন্য দৈনন্দিন জীবনযাপনের চেয়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ৷ অর্থাৎ মেকআপ দিয়ে আমি বিভিন্ন স্বপ্নের জগত ও আমার যে কিছু ছোট ছোট ধারণা রয়েছে, তা প্রকাশ করতে পারি৷ এটা অনেকটা এমন কিছু সৃষ্টি করার মতো যার সঙ্গে আমার প্রাত্যহিক ও স্বাভাবিক জীবনের কোনো সম্পর্ক নেই৷''

আগলি বা কুৎসিত মেকআপ মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, নোংরা দাগযুক্ত, অপ্রচলিত রংয়ের ব্যবহার এবং মুখের সঙ্গে কিছু জিনিস আটকে থাকা৷ এমনকি খাবারও প্রসাধনী হিসেবে ব্যবহৃত হয়৷

সম্প্রতি সামাজিক মাধ্যমে কুৎসিত মেকআপের একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে৷ সেখানে তরুণরা সৌন্দর্য্যের প্রচলিত সংজ্ঞার বিরুদ্ধে তাদের ধারনা তুলে ধরছে৷

মাই সোফি পেথ জার্মানির লাইপজিগের একজন মেকআপ আর্টিস্টি, যিনি আগলি মেকআপ করতে পছন্দ করেন৷ তিনি বলেন, ‘‘আগলি মেকআপ আমার কাছে সাধারণ মেকআপের চেয়ে অন্য কিছু৷ মানে, আপনার মুখ বা শরীর নিয়ে আপনি যা করতে চান, যেটা করলে আপনার ভালো লাগবে বলে মনে করছেন, সেটা করতে পারার স্বাধীনতাই হলো আগলি মেকআপ৷''

মেকআপ যখন ‘অসুন্দর’

মেগিন লেই/জেডএইচ