1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেনে শিশুদের খেলার জায়গা

২৯ নভেম্বর ২০১৮

সন্তানদের সাথে নিয়ে বাবা-মা'র ভ্রমণকে আরো সহজ করতে সুইজারল্যান্ড রেল কোম্পানি তাদের ট্রেনগুলোতে ছোটদের জন্য প্লে- গাউন্ডের ব্যবস্থা করেছে৷ সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

https://p.dw.com/p/396AS
ছবি: picture-alliance/dpa/S. Golay

সুইজারল্যান্ডের রেল কোম্পানি দূরপাল্লার প্রতিটি ট্রেনে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ডযুক্ত কামরা যোগ করেছে৷ এই প্লে-গ্রাউন্ডে স্লাইড থেকে শুরু করে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে৷ ৬ বছরের নীচে যাদের বয়স, সেইসব শিশুই কেবল এখানে খেলতে পারবে এবং ট্রেনে চড়তে তাদের কোনো ভাড়া লাগবে না৷

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২৪ শে নভেম্বর তাদের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করে৷ এরপর থেকে এটি দেখা হয়েছে সাড়ে ৬ লাখেরও বেশি বার, শেয়ার হয়েছে ৭ হাজার বারের বেশি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য