1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিলেন অ্যাটর্নি জেনারেল

২ ডিসেম্বর ২০২০

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ আইনি লড়াইয়ে ট্রাম্প টিমের লাগাতার ব্যর্থতা সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের সংশয় বাড়ছে৷

https://p.dw.com/p/3m6Ks
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ছবি: picture-alliance/AP Photo/C. Riedel

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের লাগাতার অভিযোগ সত্ত্বেও ডনাল্ড ট্রাম্প সুবিধা করে উঠতে পারছেন না৷ এই দাবির সপক্ষে তথ্যপ্রমাণের অভাবে একের পর এক আদালত ও রাজ্য নির্বাচন কর্তৃপক্ষ অভিযোগ খারিজ করে দিচ্ছে৷ যেখানে পুনর্গণনা হচ্ছে সেখানেও তাঁর পরাজয়ের ব্যবধান উলটে বেড়ে যাচ্ছে৷ রিপাব্লিকান দলের নেতৃত্ব গোটা বিষয়টিকে ঘিরে নিরবতা পালন করলেও নেতাদের অস্বস্তি দিনে দিনে বাড়ছে৷


এবার খোদ ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানালেন, যে আইন মন্ত্রণালয় গত মাসের নির্বাচনে কোনো রকম কারচুপির প্রমাণ পায় নি৷ সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে বার বলেন, এখন পর্যন্ত ৩রা নভেম্বরের নির্বাচনে এমন কোনো বড় আকারের কারচুপির প্রমাণ পাওয়া যায়নি, যার ফলে নির্বাচনের ফলাফলে পরিবর্তন ঘটতে পারে৷ উল্লেখ্য,ট্রাম্প প্রচার অভিযান অভিযোগ করে আসছে, যে আইন মন্ত্রণালয় নির্বাচনি কারচুপির অভিযোগ যথেষ্ট গভীরভাবে তদন্ত করছে না৷

উইলিয়াম বারের দপ্তর ট্রাম্পের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ না পেলেও ট্রাম্পের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগের তদন্ত করছে৷ মোটা অঙ্কের রাজনৈতিক চাঁদার বদলে কিছু দাগী অপরাধী প্রেসিডেন্টের ক্ষমা কিনতে পারছে বলে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে৷ উল্লেখ্য, ট্রাম্প গত সপ্তাহে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ‘প্রেসিডেন্সিয়াল পার্ডন’ বা প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ক্ষমা করেছেন৷ ভবিষ্যতে আইনি অভিযোগ এড়াতে তিনি নিজের পরিবারের সদস্যদের জন্যও ‘আগাম ক্ষমা’ নিয়ে ভাবনাচিন্তা করছেন বলে শোনা যাচ্ছে৷

এদিকে ট্রাম্পের প্রতিনিধিরা মঙ্গলবার উইসকনসিন রাজ্যের শীর্ষ আদালতে দুই লাখ একুশ হাজার ‘অ্যাবসেন্টি ব্যালট’ বাতিল করার আবেদন জানিয়েছে৷ বাইডেন সেই রাজ্যে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন৷ দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার অভিযোগের ফলে সাফল্য না এলেও ট্রাম্প শিবিরের রাজনৈতিক ফায়দা হচ্ছে৷ বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী রিপাবলিকান দলের সমর্থকদের একটা বড় অংশ মনে করছে, যে নির্বাচন ন্যায্যভাবে পরিচালনা করা হয়নি৷


২০২০ সালের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বাস্তবে কোনো ফল পাওয়া যাবে না, এমনটা ধরে নিয়ে ট্রাম্প নানা বক্তব্যের মাধ্যমে নিজের পরাজয় কার্যত মেনে নিচ্ছেন৷ হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বিগত চার বছরের ‘অসাধারণ’ অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, ‘‘আমরা আরও চার বছরের জন্য চেষ্টা করছি৷ সেটা সম্ভব না হলে চার বছর পর আবার দেখা হবে৷’’ অর্থাৎ আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হলে ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রার্থী হিসেবে আসরে নামার ইঙ্গিত দিলেন৷ ট্রাম্প আরও বলেন, ‘‘আমরা নির্বাচনে জিতলেও ওদের সেটা পছন্দ হয় নি৷ আমি চিরকাল এই নির্বাচনকে ভুয়া বলে যাব৷’’


এসবি/কেএম (রয়টার্স, এপি)