1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প পারেননি, মোদী পেরেছেন: বিজেপি

৬ নভেম্বর ২০২০

বিজেপি সভাপতির দাবি, করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদী সফল, ডনাল্ড ট্রাম্প নন। বিহারে জনসভায় এই দাবি জানিয়েছেন জে পি নাড্ডা।

https://p.dw.com/p/3kw4w
ছবি: AFP/M. Ngan

অ্যামেরিকায় ভোটের ফলাফল এখনো পুরো বেরোয়নি। জানা নেই, ট্রাম্প না বাইডেন কে শেষ হাসি হাসবেন। অথচ, এর মধ্যেই রায় দিয়ে দিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে করোনার হাত থেকে বাঁচাতে পেরেছেন। কিন্তু ট্রাম্প পারেননি। বিহারে নির্বাচনী সভায় তিনি বলেছেন, নরেন্দ্র মোদী করোনা নিয়ে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ফলে ১৩০ কোটি মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে পেরেছেন। আর অ্যামেরিকায় নির্বাচনের ফল বেরোচ্ছে, সেখানে অভিযোগ হলো, ট্রাম্প করোনা মোকাবিলায় ব্যর্থ। 

ঘটনা হলো, নাড্ডা যখন এই কথা বলছেন, তখন বিশ্বে করোনা তালিকায় এক নম্বরে অ্যামেরিকা এবং দুই নম্বরে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। সংবাদমাধ্যমের রিপেোর্ট হলো, লকডাউনের ফলে লাখ লাখ বিহারী পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন। তাঁদের দুর্গতির শেষ ছিল না। তারপরেও বিহারে জেডিইউ ও বিজেপি-র জোট সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ঢুকতে দেয়া নিয়ে কালক্ষেপ করেছে। ফলে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপর রীতিমতো ক্ষুব্ধ।

কিন্তু বিজেপি সভাপতি দ্বারভাঙ্গায় বলেছেন, ''অ্যামেরিকায় কী অভিযোগ উঠেছে? ট্রাম্পঠিকভাবে করোনার মোকাবিলা করতে পারেননি। কিন্তু মোদীজি সময়ে ব্যবস্থা নিয়ে ১৩০ কোটি লোককে বাঁচিয়ে দিয়েছেন।''

বিরোধীরা বলছেন, নাড্ডা বোধহয় ভুলে গেছিলেন, দেশের করোনা পরিস্থিতিটা কী? তিনি এটাও ভুলে গেছিলেন, রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি করোনা পরিস্থিতি একেবারেই সামলাতে পারেননি। কংগ্রেস নেতাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ কমাতে এই সব দাবি করছেন নাড্ডা।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)