1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্টে ১৫ হাজার রান করে দেখিয়ে দিলেন তেন্ডুলকর

৯ নভেম্বর ২০১১

ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর টেস্ট ম্যাচে সংগ্রহ করলেন ১৫ হাজার রান৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে, এই প্রথম কোন ব্যাটসম্যান এতো রান সংগ্রহ করলো৷ ওদিকে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচটি জিতে গেল ভারত৷

https://p.dw.com/p/137P5
Indian cricketer Sachin Tendulkar walks back to the pavilion after being dismissed during the forth day of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Wednesday, July 21, 2010. (AP Photo/Eranga Jayawardena)
ক্রিকেট জাদুকর শচীনছবি: AP

টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকর'এর ব্যক্তিগত স্কোর ১৫ হাজারের কোটা পার হতেই, নিজের হেলমেট খুলে, ব্যাট নেড়ে আকাশের দিকে তাকান তিনি৷ অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করেন উচ্ছ্বাস৷ সে সময় ভারতের জিততে প্রয়োজন ছিল আর মাত্র ১২৪ রান৷ ৩৮ বছর বয়স্ক শচীন তেন্ডুলকর আশা করেছিলেন, ফ্যানদের আরো একটি সেঞ্চুরি উপহার দেবেন তিনি৷ কিন্তু ৭৬ রান করেই আউট হয়ে যান শচীন৷ এদিন ১৪৮টি বল খেলেন তেন্ডুলকর৷ করেন ১০টি বাউন্ডারি৷

Indian cricketer Sachin Tendulkar looks on during an event in Mumbai, India, Tuesday, March 2, 2010. Tendulkar recently scored the first ever double century in one-day international cricket, in a match against South Africa. (AP Photo/Rafiq Maqbool)
একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন তেন্ডুলকরছবি: AP

নতুন দিল্লির ফেরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ৷ সেই খেলা শেষ হয়েছে ইতিমধ্যে৷ পাঁচ উইকেটে জিতেছে ভারত৷ ম্যাচে রাহুল দ্রাবিড় ৩০ রান করে অপরাজিত থাকেন৷ আর দ্রাবিড়-তেন্ডুলকর জুটি দলকে উপহার দেয় ১৫২ রান৷ খেলায় ‘ম্যান অফ দ্য ম্যাচ' হন স্পিনার রবিচন্দ্রন আশ্বিন৷ তিনি নেন নয়টি উইকেট৷ অপর এক স্পিনার প্রজ্ঞান ওঝা নেন সাতটি উইকেট৷

ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দলের পারফরমেন্সে প্রচণ্ড উচ্ছ্বাস প্রকাশ করেন৷ আনন্দের সঙ্গে তিনি জানান, ‘‘ব্যাটসম্যানদের আউট করা এতো সহজ ছিল না৷ তবে প্রথম ইনিংসে ওঝা আর দ্বিতীয় ইনিংসে আশ্বিন সত্যিই খুব ভাল বল করেছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য