1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজঅস্ট্রেলিয়া

গাড়ি চলবে প্লাস্টিকের মুদ্রিত সৌর প্যানেলে

২০ এপ্রিল ২০২২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেসলার গাড়ির জন্য ‘প্রিন্টেড' সোলার প্যানেল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা৷ এই প্যানেল ব্যবহার করে পরীক্ষামূলকভাবে টেসলার বিদ্যুৎ চালিত একটি গাড়ি ১৫ হাজার কিলোমিটার চালানো হবে৷ 

https://p.dw.com/p/4A8lk
Grünheide | Eröffnung Tesla Gigafactory
প্রতীকী ছবিছবি: Patrick Pleul/dpa/AP/picture alliance

চার্জ অ্যারাউন্ড দ্য অস্ট্রেলিয়া নামের একটি প্রকল্পের অধীনে টেসলার গাড়ির জন্য নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা৷ প্রিন্টারে মুদ্রিত ১৮টি প্লাস্টিকের প্যানেল ব্যবহার করে টেসলার ইলেকট্রিক গাড়িটি সেপ্টেম্বর থেকে ১৫ হাজার ১০০ কিলোমিটার চালানো হবে৷ চার্জের প্রয়োজন হলে ১৮ মিটার লম্বা প্যানেলগুলোকে সূর্যের আলোর জন্য গাড়ির পাশে বিছিয়ে দেয়া যাবে৷

এই সৌর প্যানেলের উদ্ভাবক পল দাস্তুর বলেন, "নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের দল এই প্যানেলের  শুধু সহনশীলতাই নয়, অন্যান্য সম্ভাবনার দিকও পরীক্ষা করবে৷ এই পরীক্ষার ফলে জানা যাবে যে কিভাবে প্রযুক্তিটিকে মহাকাশের মতো দূরবর্তী যোগাযোগেও ব্যবহার করা যায়৷''

প্রিন্টেড এই প্যানেলগুলো হালকা ওজনের বিশেষ ‘লেমিনেটেড' প্লাস্টিক দিয়ে তৈরি, যার প্রতি বর্গমিটারে খরচ পড়ে ১০ ডলারেরও কম৷ মূলত ওয়াইন লেবেল মুদ্রনের জন্য ব্যবহৃত একটি বাণিজ্যিক প্রিন্টার দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে৷

দাস্তুর বলেন, গাড়িতে সৌর প্যানেলের এই ব্যবহারের ফলে অস্ট্রেলিয়ানরা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আরো উৎসাহিত হবেন৷ পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির গতিসীমা নিয়েও তাদের উদ্বেগ কমাতে সাহায্য করবে এটি৷

টেসলার গাড়িটির ৮৪ দিনের যাত্রায় গবেষকরা সত্তরটি স্কুলে যাবেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ এই প্রযুক্তি সম্পর্কে ধারণা দিবেন৷

প্রকল্পটি নিয়ে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মনোভাব কী এ বিষয়ে জানতে চাইলে দাস্তুর বলেন, তিনি আশা করেন যে মাস্ক এতে খুশিই হবেন৷

এএস/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য