1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিকম দুর্নীতি মামলায় জামিন পেলেন না ডিএমকে সাংসদ কানিমোড়ি

২৩ মে ২০১১

টু-জি স্পেকট্রাম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমকে দলের সাংসদ কানিমোড়িকে দিল্লির বিশেষ আদালত জামিন না দেয়ায় তিনি আজ দিল্লি হাইকোর্টে সেই রায় চ্যালেঞ্জ করেন৷ কানিমোড়ি এখন দিল্লির তিহার জেলে৷

https://p.dw.com/p/11LoW
আপাতত তিহার জেলেই থাকতে হবে কানিমোড়িকেছবি: UNI

ডিএমকে দলের সাংসদ এবং দলের প্রধান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মেয়ে কানিমোড়িকে টু-জি স্পেকট্রাম বন্টনে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২০শে মে দিল্লির বিশেষ আদালত জেল হাজতে পাঠাবার আদেশ দেন৷ তাঁর জামিনের আবেদন অগ্রাহ্য করায় কানিমোড়ি আজ দিল্লি হাইকোর্টে তা চ্যালেঞ্জ করেন৷ বিশেষ আদালত অপরাধের ব্যাপকতা এবং তথ্যপ্রমাণের দিক থেকে আশঙ্কা প্রকাশ করেন যে, কানিমোড়িকে জামিন দিলে তিনি হয়ত সাক্ষীদের প্রভাবিত করতে পারেন৷ আসামি মহিলা বলে বিশেষ বিবেচনা পাবার অধিকারী হলেও এক্ষেত্রে নয়৷ উল্লেখ্য, ডিএমকে দলের সাবেক টেলিকম মন্ত্রী এ.রাজা টু-জি স্পেকট্রাম বন্টনে যে বিপুল অর্থ ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ, সেই অর্থ থেকে ২০০ কোটি টাকা কানিমোড়ি তাঁর টিভি কোম্পানির জন্য পেয়েছিলেন অন্যের মারফৎ৷ ঐ টিভি চ্যানেল ডিএমকে পরিবার পরিচালিত৷

Parteivorsitzender der DMK Muthuvel Karunanidhi
কানিমোড়ির বাবা ও ডিএমকে নেতা করুণানিধিছবি: AP

কানিমোড়ির বাবা ডিএমকে প্রধান ৮৭ বছর বয়সি করুণানিধি তাঁর বড় ছেলে কেন্দ্রীয় মন্ত্রী আলাগিরি এবং ছোট ছেলে স্টালিনকে সঙ্গে নিয়ে আজ বিকেলে দিল্লির তিহার জেলে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন৷ এর আগে তিনি বলেন, এটা ডিএমকে দলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার একটা চক্রান্ত৷কানিমোড়ির অপরাধ সে ঐ টিভি কোম্পানির একজন শেয়ারহোল্ডার৷ চূড়ান্ত জয় তাঁদের হবে৷

দিল্লিতে থাকাকালীন ইউপিএ সরকারের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে করুণানিধি বলেন, সে সুযোগ কম৷ উল্লেখ্য, অতীতে যতবার করুণানিধি দিল্লিতে এসেছেন কোনবারই তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে ভোলেননি৷ পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটে সদ্য হারের পর শরিক দল হিসেবে মনমোহন সিং সরকার থেকে বেরিয়ে না গেলেও এই বিপদের দিনে তাঁর দলকে সরকার কোন সাহায্য না করার প্রতিবাদ জানাতেই হয়ত করুণানিধি সোনিয়া গান্ধীর সঙ্গে এবার সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন না৷

টু-জি স্পেকট্রাম দুর্নীতির অপর সহঅভিযুক্ত সিনেযুগ ফিল্ম ডায়রেক্টর কারিম মোরানির আগাম জামিনের আর্জিও আজ খারিজ হয়ে যায় দিল্লির বিশেষ আদালতে৷ মোরানি স্বাস্থের কারণে জামিনের আর্জি জানিয়েছিলেন৷আদালত মনে করেন, তাঁর স্বাস্থ্য খারাপ নয়৷ খারাপ হলে জেলে থাকাকালীন তাঁর চিকিৎসার যথেষ্ট সুবিধা আছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য