1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটে যোগ করা যাবে ছবি, ভিডিও

১৭ সেপ্টেম্বর ২০১০

১৪০ অক্ষরের বার্তায় এবার যোগ হবে ছবি কিংবা ভিডিও৷ বলছি টুইটারের কথা৷ একালের ‘টেলিগ্রাফ’ খ্যাত এই সামাজিক নেটওয়ার্কের ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৪ কোটি৷ বাড়ছে তাদের চাহিদা৷ তাই পরিবর্তনের নতুন হাওয়া লাগছে টুইটারে৷

https://p.dw.com/p/PEEs
টুইটারের চাহিদা বাড়ছেছবি: picture alliance/dpa

বলে বসবেন না, ‘ছবিতো আগেও যোগ করা যেত টুইটারে'৷ কথাটা সত্যি, কিন্তু সেটা সরাসরি ছবি ছিল না, ছিল ছবির লিংক৷ নতুন পদ্ধতিতে পুরো ছবিটাই যোগ হবে পোস্টের সঙ্গে৷ তাই, বাড়তি ক্লিক করে ছবি বা ভিডিও দেখতে হবে না৷

টুইটারের কথায়, নতুন এই পরিবর্তন আনা হচ্ছে ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় এনে৷ তবে, এর ব্যবহারপ্রণালি আগের মতোই সহজ থাকবে৷ সংস্থাটির প্রধান নির্বাহী ইভান ইউলিয়ামস জানান, এটি হবে দ্রুতগতির, সহজ এবং অবশ্যই উচ্চক্ষমতার৷

শুধু তাই নয়, নতুন টুইটার ডটকমে যোগ হচ্ছে নির্দিষ্ট তথ্যের ভাণ্ডার৷ মানে, যখন আপনি কোন একটি টুইটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই সে সম্পর্কিত আরো তথ্য দেখা যাবে বর্ধিত বাক্সে৷ এসব বিষয়ভিত্তিক তথ্য আবার স্বয়ংক্রিয়ভাবেই আসবে অন্যান্য ওয়েবসাইট থেকে৷ ফলে কোন কিছু খুঁজতে নানা সাইটে বিচরণের ঝামেলা কিছুটা কমবে বলেই মত সংস্থাটির৷

ছবি এবং ভিডিও যোগ করার সেবা দিতে ইতিমধ্যে ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে টুইটার৷ এগুলোর মধ্যে রয়েছে ইয়াহু'র ফটো সাইট ফ্লিকার এবং গুগলের ভিডিও সাইট ইউটিউব৷ এখানটায় স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি শুধু ফ্লিকার বা ইউটিউবের মতো সাইটে থাকা ছবিই যোগ করা যাবে টুইটারে? এই প্রশ্নের উত্তরে আপাতত নিশ্চুপ টুইটার৷

আরো একটি সেবার দেখা মিলবে নতুন টুইটারে৷ কোন একজনের টুইট দেখতে আর পাতার নিচে ‘মোর' লিংক থাকবে না৷ বরং আপনি যতই নিচে নামবেন টুইটারের ফিডও নিচের দিকেই যাবে৷ সুতরাং ‘নো' বাড়তি ক্লিক৷

ইতিমধ্যে কিছু ব্যবহারকারী নতুন টুইটার ডটকম পেয়ে গেছেন৷ বাকিরাও ধীরে ধীরে পাবেন টুইটারের নতুন রূপ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন