টিভিতে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান ‘অন্বেষণ’ | ডিডাব্লিউ'কে জানুন | DW | 10.04.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

টিভিতে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান ‘অন্বেষণ’

ডয়চে ভেলে বাংলা বিভাগ বাংলায় টেলিভিশন অনুষ্ঠানের জগতে পা রাখলো৷ ‘অন্বেষণ’ নামের এই অনুষ্ঠান দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনে৷

ঢাকায় এর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে জানান, ডয়চে ভেলের এই নতুন অনুষ্ঠান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে৷

ঢাকার একটি হোটেলে অন্বেষণ-এর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২২ মিনিটের এই অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে দেখানো হবে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়, রবিবার রাত দেড়টা এবং বিকেল সাড়ে তিনটায়৷ প্রথম অনুষ্ঠান সম্প্রচার হবে শনিবার, ১৩ই এপ্রিল থেকে৷

'Onneshon' a weekly science magazin produced by DW Bengali will be aired by Ekushey TV in Bangladesh from April 13, 2013. The launch event took place on April 10, 2013 in Dhaka, Bangladesh, Debarati Guha, team leader Bengali, Tobias-Grote Beverborg from marketing department as well as German Ambassador to Bangladesh, Dr. Albrecht Conze were present at the event. Foto DW/ photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use

ডয়চে ভেলে ও একুশে টিভির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে (বাম থেকে তৃতীয়)

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান এবং অন্বেষণ-এর সঞ্চালিকা দেবারতি গুহ জানান, এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হবে৷ তাতে প্রাধান্য থাকবে জার্মানি তথা ইউরোপের দৃষ্টিকোণের৷ তবে তা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট মাথায় রেখে৷ তিনি জানান, এই অনুষ্ঠান তৈরি করতে বাংলা বিভাগের সব সহকর্মী অক্লান্ত পরিশ্রম করছেন৷

ডয়চে ভেলের মার্কেটিং বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ বলেন, টেলিভিশনে বাংলা বিভাগের অনুষ্ঠান সম্প্রচার একটি মাইলফলক৷ ডয়চে ভেলে প্রায় ৪০ বছর ধরে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার করছে৷ স্থানীয় বিষয়কে প্রাধান্য দিয়ে টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচার তারই ধারাবাহিকতা৷

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম জানান, ডয়চে ভেলের সঙ্গে কয়েক বছর ধরেই একসঙ্গে কাজ করছে একুশে টেলিভিশন৷ একুশে বিজনেস-এ ইউরোপ তথা জার্মানির অর্থনীতির খবর জানায় ডয়চে ভেলে৷ অন্বেষণ নতুন মাত্রা যোগ করবে৷ তিনি মনে করেন, এই অনুষ্ঠানটি অনেক জনপ্রিয় হবে৷ কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকরা উন্নত বিশ্বের স্বাস্থ্য, পরিবেশসহ নানা বিষয়ে গবেষণা এবং সর্বশেষ আবিষ্কারের খবর জানতে পারবেন৷

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক অনেক ঘনিষ্ঠ৷ অন্বেষণ নামের টেলিভিশন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

অন্বেষণ সম্পর্কে দেবারতি গুহর বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানে অন্বেষণ-একটি টিভি ট্রেইলর দেখানো হয়৷ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেবারতি গুহ৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সব বয়সের এবং সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখেই অন্বেষণ অনুষ্ঠানটি তৈরি করা হচ্ছে৷ তাতে নতুন প্রযুক্তি এবং একই প্রযুক্তির নানা ব্যবহারিক দিকও তুলে ধরা হবে৷ আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝে মাঝে বাংলাদেশের চিত্রও দেখানো হবে৷

নির্বাচিত প্রতিবেদন