1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভি সিরিজে ড. ইউনূস

২৬ জুলাই ২০১০

টেলিভিশনের পর্দায় ড. মুহাম্মদ ইউনূসকে তো দেখা যায় হরহামেশাই৷ সেটা এখন আর বড় খবর নয়৷ তবে খবর হলো, এবার টিভি সিরিজে আসছেন নোবেল বিজয়ী এই বাঙালি৷ তা আবার মার্কিন মুল্লুকে৷

https://p.dw.com/p/OUk3
ছবি: AP

মার্কিন টেলিভিশনের অ্যানিমেশন সিরিজ দি সিম্পসনস রথী-মহারথীদের ভেড়াতে সিদ্ধহস্ত৷ এই কাজে ইতোমধ্যে গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে তারা৷ এই সিরিজে অংশ নেওয়াদের মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো রাজনীতিকরা যেমন আছেন, তেমনি আছেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী আর এলটন জন ও রিংগো স্টারের মতো গায়করাও৷ এই তালিকায় এখন যোগ হতে চলছে বাংলাদেশের ড. ইউনূসের নাম৷

গ্রামীণব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দি সিম্পসনের অক্টোবরের পর্বগুলোতে কাজ করতে যাচ্ছেন ড. ইউনূস৷ তার কণ্ঠ ধারণও ইতোমধ্যে হয়ে গেছে৷ ইউনূসের কণ্ঠ ধারণ করতে ঢাকা উড়ে যান সিরিজে লিসা চরিত্রের কণ্ঠদানকারী ইয়ার্ডলি স্মিথ৷ দি সিম্পসনস সিরিজে মূল চরিত্র চারটি৷ লিসা ছাড়া অন্যগুলো হল - হোমার, মার্জ ও বার্ট৷ আমেরিকার নিম্নবিত্তের মানুষদের জীবন-জীবিকা নিয়েই এর গল্প এগিয়ে চলছে৷

Friedensnobelpreis für Mohammed Junus
ছবি: AP

খবরটি নতুন হলেও সিম্পসনস সিরিজে ড. ইউনূসকে দেখা যাবে তাঁর সেই চিরপরিচিত ভূমিকাতেই৷ ক্ষুদ্রঋণের মাধ্যমে কীভাবে দারিদ্র্য বিমোচন করে জীবন-মানের উন্নয়ন ঘটানো যায়, টিভি সিরিজে তাই তুলে ধরবেন তিনি৷ ইউনূসের চিন্তা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁকে সিম্পসনস সিরিজে অন্তর্ভুক্ত করা হলো৷ ঢাকা সফররত ইয়ার্ডলি স্মিথ ইতোমধ্যে গ্রামীণব্যাংকের ভূয়সী প্রশংসা করে ড. ইউনূসের কার্যক্রমে তাঁর সমর্থন প্রকাশ করেছেন৷

ক্ষুদ্রঋণ দেওয়ার মধ্য দিয়ে দারিদ্র্য নিরসনের স্বপ্ন বাস্তবায়নের কাজটি ইউনূস শুরু করেন গ্রামীণব্যাংকের মাধ্যমেই৷ দারিদ্র্য হঠিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য তাকে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়৷ ড. ইউনূসই প্রথম বাংলাদেশি, যিনি মর্যাদাসম্পন্ন এই পুরস্কার জয় করেন৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক