1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

২৩ জুন ২০২১

ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে টিকা দেওয়ার আশ্বাস দিলেও তা দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন৷ যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার এসব কথা জানান তিনি৷

https://p.dw.com/p/3vP0y
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনছবি: DW/Harun Ur Rashid Swapan

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘টিকা নিয়ে বড় বড় পণ্ডিতেরা কত কি বললেন না? এই যে, জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে৷ এ নিয়ে শুধু গল্পই শুনতেছি কিন্তু দেওয়ার জন্য তো কোনো আগ্রহ দেখি না৷ আমি বলি মুলা দেখাচ্ছে সবাই৷ তবে টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি৷’’

যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে নিজের কক্ষে টিকা প্রাপ্তি নিয়ে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এরকম মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী৷

টিকা নিয়ে কোনো সুখবর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই৷ সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা টিকা তৈরি করব৷ নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না৷’’

‘‘ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে৷ তাদের যত জনসংখ্যা তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে৷ টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘ভ্যাকসিন একটা মজার জিনিস৷ সবাই আমাদের কাছে টিকা বিক্রির জন্য আসছে৷ সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন টিকা ব্যবসায়ী৷

‘‘অনেকে বলে টিকা দেব, কিন্তু কেউ দেয় না৷ আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে, অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা৷ এখন দেখা যাচ্ছে, এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে৷’’

এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘একটা মজার কাহিনী বলি- আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন ৷ তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে ৷ কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে, তাদের কোনো ডিলারই নাই৷’’

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্য টিকার পাশাপাশি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাও সরবরাহ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘‘উন্নত দেশগুলো প্রয়োজনের বেশি ভ্যাকসিন নিয়ে বসে আছে৷ সেজন্য তাদের বলেছি, বাড়তি ভ্যাকসিন নষ্ট না করে আমাদের দিয়ে সহযোগিতা করতে৷’’

‘‘যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আগেই চেয়েছি৷ আমরা আশাবাদী তারা আমাদের এটা দেবে৷’’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘অনেক ধনী দেশই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ তারা মুখে মুখে মানবতার কথা বললেও গত ৪ বছরে মিয়ানমারের সঙ্গে ৩ থেকে ১৫ শতাংশ বাণিজ্য বাড়িয়েছে৷’’

‘অনেক ধনী দেশ ২৪ বিলিয়ন ডলারের ব্যাংক গ্যারান্টি’ দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান