1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিএসজি হফেনহাইম

২০ আগস্ট ২০১০

শিরোপা আসুক কিংবা না আসুক, বুন্ডেসলিগার সবচেয়ে ফিট দল হিসেবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্য নিয়েছে এবার হফেনহাইম৷ দুই বছর আগে বুন্ডেসলিগায় তারা প্রথমবারের মত সুযোগ পায়৷

https://p.dw.com/p/OsFc
Hoffenheim
ছবি: picture-alliance/ dpa

এরপর তাদের খেলা অনেকেরই বিস্ময় জাগিয়েছিল৷ কিন্তু গতবার আর তেমন আশা জাগাতে পারেনি তারা সমর্থকদের মনে৷ ফলে পয়েন্ট তালিকার মাঝামাঝিরও নীচে অর্থাৎ ১১ নম্বরে থেকেই তাদের শেষ করতে হয় লিগ৷ যাই হোক কোচ রাল্ফ রাংনিকের তত্ত্বাবধানে বেশ কঠোর পরিশ্রম করছে নীল-সাদা জার্সিরা৷

মাঠের খেলা যাই হোক, তাদের ট্রেনিংটা বেশ দেখার মত৷ অস্ট্রিয়াতে তাদের এই প্রশিক্ষণ শিবিরের কাজ চলেছে৷ কোচ রাংনিক জানিয়ে দিয়েছেন, ফিটনেসের দিক থেকে কোন ঘাটতি রাখতে চান না তিনি৷ বুন্ডেসলিগার আগে প্রীতি ম্যাচে তারা জয়ও পেয়েছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বিপক্ষে৷ ম্যাচটি তারা জিতেছে ৩-১ গোলে৷ দলে এবার নতুন করে তিনজন খেলোয়াড় এসেছেন, তবে দল ছেড়েছেন চারজন৷ দলের কৌশল বেশ আক্রমণাত্মক বলে আক্রমণভাগে তিনজন খেলোয়াড় খেলে থাকে৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - টম স্টার্কে, ক্রিস্টিয়ান আইখনার, মার্ভিন কম্পের, ইওজিপ সিমুনিক, আন্দ্রেয়াস বেক, মধ্যমাঠ - সেজাদ সালিহোভিচ, লুইস ডায়াস, টবিয়াস ভাইস, আক্রমণভাগ - ডেম্বা বা, ভেডাড ইবিসেভিচ, কার্লোস এডুয়ার্ডো৷

তারকা খেলোয়াড় : কার্লোস এডুয়ার্ডো৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-৩

কোচ : রাল্ফ রাংনিক

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ