1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিআইবি’র উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করা - আইন প্রতিমন্ত্রী

২৪ ডিসেম্বর ২০১০

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে বলে আইন প্রতিমন্ত্রী দাবি করেছেন৷

https://p.dw.com/p/zpFp
উচ্চ আদালতে দুর্নীতি হয় সবচেয়ে বেশিছবি: Harun Ur Rashid Swapan

টিআইবি'র খানা জরিপে বিচার বিভাগকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার৷ বলা হয়েছে, উচ্চ আদালতে দুর্নীতি হয় সবচেয়ে বেশি৷

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের উৎসাহিত করতেই টিআইবি উদ্দেশ্যমূলকভাবে এই রিপোর্ট করেছে৷ আদালতের নিম্ন পদস্থ কিছু কর্মচারী দুর্নীতি করে থাকতে পারে৷ তাই বলে পুরো বিচার বিভাগকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বলা অসৎ উদ্দেশ্য প্রণোদিত৷

একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার যেখানে নানা জঞ্জাল সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে৷ বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা সেই ষড়যন্ত্রেরই অংশ৷

দুই মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলা এখন একটি ফ্যাশানে পরিনত হয়েছে৷ তাঁরা ঢালাওভাবে রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলার মানসিকতা পরিহার করার আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক