1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টার্মিনেটর ছবিতে ফিরছেন আর্নল্ড শোয়ার্জেনেগার

২৮ এপ্রিল ২০১১

হলিউডে ফিরছেন আর্নল্ড শোয়ার্জেনেগার, এটি পুরনো খবর৷ নতুন খবর হলো, তাঁর বহুদিনের ‘টার্মিনেটর’ ছবিতেই কামব্যাক করছেন এই তারকা৷

https://p.dw.com/p/11511
কান’এ ‘দ্য গভারনেটর’ ছবিটির প্রচারণায় শোয়ার্জেনেগারছবি: picture-alliance/abaca

গত জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করেন ৬৩ বছর বয়সী এই রাজনীতিক কাম অভিনেতা৷ তারপর জানিয়েছিলেন, তাঁর পুরনো জায়গা হলিউডে আবার ফিরছেন৷ তবে কীভাবে ফিরছেন সেটা এখন পর্যন্ত অজানা ছিল৷ সর্বশেষ গত বছরের ‘দি এক্সপেন্ডেবল' ছবিতে এক ঝাঁক অ্যাকশন হিরোর সঙ্গে আর্নল্ড শোয়ার্জেনেগারকেও দেখা গিয়েছিল৷ তবে সেটি মাত্র কয়েক মিনিটের জন্য৷ এবার ‘টার্মিনেটর' ছবির পঞ্চম পর্বে তিনি ফিরছেন, তবে সেটিও ‘দি এক্সপেন্ডেবল' এর মত ক্যামিও হাজিরা কিনা সেটি এখনও নিশ্চিত নয়৷ তবে ভক্তদের আশা এবার স্বরূপেই ফিরবেন এই সাবেক সাইবর্গ৷

Filmszene aus Terminator 3
‘টারমিনেটর থ্রি’ ছবিটির একটি দৃশ্যছবি: AP

উল্লেখ্য, ১৯৮৪ সালে জেমস ক্যামেরনের পরিচালিত ‘টার্মিনেটর' ছবিতে অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জেনেগার৷ বলা বাহুল্য, এই ছবিটি দিয়েই হলিউডে আর্নল্ড এবং ক্যামেরন জায়গা করে নেন, একজন নায়ক এবং অন্যজন পরিচালক হিসেবে৷ এরপরের দুটি পর্বেও আর্নল্ড ছিলেন মূল সাইবর্গ চরিত্রে৷ তবে সর্বশেষ ‘টার্মিনেটর স্যালভেশন' ছবিতে সাইবর্গ চরিত্রটি করেন ‘অ্যাভাটার' খ্যাত স্যাম ওয়ার্দিংটন৷ সেখানেও আর্নল্ডের উপস্থিতি ছিল, তবে কয়েক মিনিটের জন্য৷ যাই হোক, টার্মিনেটর ছবিতে আর্নল্ডের সেই বিখ্যাত প্রতিশ্রুতি ‘‘আই'ল বি ব্যাক'' কিন্তু ঠিকই থাকছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য