1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকার বিনিময়ে নাগরিকত্বে উদ্বেগ ইইউ-র

৭ আগস্ট ২০১৮

বিনিয়োগের পুরস্কার হিসেবে নাগরকিত্ব দেওয়ার বিষয়টিতে সদস্য দেশগুলোর কঠোরতা চাইছে ইউরোপীয় ইউনিয়ন৷ এটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন একজন কমিশনার৷

https://p.dw.com/p/32jUV
Deutschland Flughafen Düsseldorf Passkontrolle EU Bürger
ছবি: picture alliance/dpa/F. Gambarini

নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ইইউ জোটভুক্ত দেশগুলোর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন৷ জার্মান দৈনিক ডি ভেল্টে মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে এ আহ্বান জানান জাস্টিস কমিশনার ইয়েরা ইয়োরোভা৷

তিনি বলেন, তৃতীয় কোনো দেশের কোনো ব্যক্তি অতীতে বড় ধরনের বিনিয়োগ করে থাকলে তাকে নাগরিকত্ব দিচ্ছে ইইউভুক্ত অনেক দেশ এবং এ সব দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে৷

‘গোল্ডেন পাসপোর্টের' সংখ্যা বৃদ্ধি নিয়ে কমিশন ‘খুবই উদ্বিগ্ন' বলে জানান এই চেক রাজনীতিক৷

ডি ভেল্টকে ইয়েরোভা বলেন, ‘‘কেউ নাগরিকত্ব পেলে তিনি ইইউর নাগরিক অধিকার ভোগ করতে পারেন এবং ইউনিয়নজুড়ে তার অবাধ চলাচলের সুযোগ থাকায় তাতে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়৷''

ইউরোপীয় ইউনিয়ন অপরাধী, দুর্নীতিবাজ ও অবৈধ অর্থের ‘নিরাপদ স্বর্গ' হতে পারে না বলে মন্তব্য করেন তিনি৷

সাইপ্রাস, মাল্টা, গ্রিস, বুলগেরিয়া, পর্তুগাল, লিথুনিয়া, লাটভিয়া ও হাঙ্গেরির মতো দেশগুলো বিনিয়োগের পুরস্কার হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক সম্পদশালী রুশ, চীনা, আফ্রিকান ও তুর্কিকে নাগরিকত্ব দিয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ডি ভেল্টের প্রতিবেদনে৷

মুদ্রাপাচার প্রতিরোধে জেটাভুক্ত দেশগুলোর নতুন ইইউ আইন গ্রহণ করা জরুরি বলে মনে করেন ইয়েরোভা৷

তিনি বলেন, ‘‘আমরা ইইউতে কোনো ট্রয়ের ঘোড়া চাই না৷''

অপরাধীদের যাতেনাগরিকত্ব দিয়ে ‘পুরস্কৃত' করা না হয় তা নিশ্চিতে কিছু সদস্য দেশের আরও পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন এই কমিশনার৷

কেউ ইইউ পাসপোর্ট পেলে তিনি জোটভুক্ত ২৮টি দেশে স্বাধীনভাবে চলাচলসহ অনেক অধিকারপ্রাপ্ত হন৷

বর্তমানে জোটের ১৩টি দেশ ‘গোল্ডেন ভিসা' দিচ্ছে৷ এগুলো হলো – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিস, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, মোনাকো, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য৷ ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে হাঙ্গেরিও গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালিয়েছে৷

এ বছরের প্রথম দিকে সাইপ্রাস তাদের দেওয়া গোল্ডেন ভিসার সংখ্যা সাতশ'র মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা ঘোষণা করে৷   

এএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য