1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা বাড়াও তাহলেই ভালো খেলা পাবে: কপিল দেব

৩০ সেপ্টেম্বর ২০১১

ক্রিকেটাররা এমনিতেই টাকার গদিতে বসে থাকে৷ তারপরেও আরও টাকা তাদের দিতে হবে৷ তবেই তারা দেশের জন্য ঝাঁপাবে৷ প্রস্তাব কপিল দেবের৷ সে প্রস্তাব এল কখন, যখন ভারতীয় ক্রিকেটাররা চোট আঘাতে জর্জরিত আর ক্রমাগত হেরেই চলেছে জাতীয় দল৷

https://p.dw.com/p/12jeJ
কপিল দেবছবি: UNI

কী প্রস্তাব, কার কাছ থেকে?

কপিল দেব৷ ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ক্যাপ্টেন৷ যিনি প্রথমবার ভারতকে বিশ্বকাপ জেতানোয় চিরকালের জাতীয় হিরো৷ ভারতীয় ক্রিকেট দলকে চাঙ্গা করতে কপিলের নতুন থিওরি হল, আরও টাকা দেওয়া হোক জাতীয় দলের খেলোয়াড়দের৷ তাহলেই দেশের জন্য আরও সুফল বয়ে আনবে তারা৷

আরও টাকা দেওয়ার যুক্তি

যুক্তি অবশ্যি একটা দেখিয়েছেন কপিল দেব৷ সেটা হল, এই যে সব আইপিএল এবং অন্যান্য পেশাদার ক্রিকেট বিশ্বের বহু জায়গায় হয়ে চলেছে, সেইসব ক্লাব এই সফল ক্রিকেটারদের বিস্তর টাকা দেয়৷ নীচের তালিকায় যেসব ক্রিকেটার আইপিএল খেলেন, তাঁরাও ছয় সপ্তাহ খেলার জন্য কম করেও এক মিলিয়ন ডলার পেয়ে থাকেন৷ আর তারকাদের তো কথাই নেই৷ তাঁদের বাজারদর আরও অনেক বেশি৷ সেই অনুপাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কত দেয়? সারা বছর খেলার জন্য একজন জাতীয় দলের ক্রিকেটার পান দুই লক্ষ ডলার৷ এর বাইরে পাঁচদিনের টেস্ট ম্যাচের জন্য ১৪ হাজার ডলার, একদিনের ম্যাচের জন্য ৮ হাজার ডলার আর টি টোয়েন্টির জন্য ৮ হাজার৷ কপিলের মন্তব্য, বিসিসিআই-এর এই যে পারিশ্রমিক, বাজারদরের অনুপাতে, এ কিছুই নয়৷ আরও বেশি টাকা দাও, দেখলে খেলোয়াড়রাও জান লড়িয়ে খেলছে৷ ফলে সাফল্য তখন আপনাআপনিই চলে আসবে৷ আর সেটা হবে জাতীয় সাফল্য৷

জাতীয় দল চোট আঘাতে জর্জরিত

একের পর এক সফরে ধোনিবাহিনীর ত্রাহি ত্রাহি অবস্থা দেখা যাচ্ছে৷ ইংল্যান্ড সফরে তো যাকে বলে, ভারতকে মাটিতে মুখ রগড়ে ছেড়েছে ইংলিশরা৷ হারের পর হার৷ কপিল এই কারণেই হয়তো বলেছেন, টাকা বাড়ালে খেলোয়াড়দের উৎসাহ ফিরবে৷ তখন আর গা ছাড়া দিয়ে খেলবেন না তাঁরা৷ বিসিসিআই প্রাক্তন ভারত অধিনায়কের এই প্রস্তাব রাখবে কিনা, তা এখনই বলা মুশকিল৷ তবে, ক্রিকেটাররা যে মনে মনে কপিল পা-জি-কে এই প্রস্তাবের জন্য ধন্যবাদ দেবে, তাতে আর সন্দেহ কী?

প্রতিবেদন: এপি/ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন