1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগারদের কি এবার ‘দান দান তিন দান’ হবে?

২৪ সেপ্টেম্বর ২০১৯

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের দুটি ফাইনাল খেলেছে বাংলাদেশ৷ দুটোতেই হেরেছে৷ আজ মঙ্গলবার তৃতীয় ফাইনালে আফগানদের বিরুদ্ধে লড়বে টাইগাররা৷ এবার কি ট্রফিটা সাকিবের হাতে উঠবে?

https://p.dw.com/p/3Q8bH
গত বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের একটি দৃশ্যছবি: picture-alliance/dpa/A. Davy

২০১৬ সালে এশিয়া কাপ ও ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ৷

এবার সাকিবদের বাধা আফগানিস্তান৷ বিশ্ব ক্রিকেটের নতুন এই দলটির সঙ্গে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ৷ এর মধ্যে মাত্র দুটিতে জিতেছে টাইগাররা৷

জিম্বাবোয়ে, আফগানিস্তান ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টাইগারদের পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না৷ এর একটি অন্যতম কারণ প্রথম দশ ওভারে কয়েকটি উইকেট হারিয়ে ফেলা৷

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘‘আমরা এখনো দুই-তিন উইকেট হারিয়ে শেষ ৫-৬ ওভারে যেতে পারিনি৷ প্রথম দশ ওভারে আমরা খুব বেশি উইকেট হারিয়েছি৷’’

তিনি বলেন, ‘‘আমরা এখনো পারফেক্ট ক্রিকেট খেলতে পারিনি৷ কিছু এলাকায় আমরা ভালো করেছি আর কিছু এলাকায় গড়পড়তা ছিলাম৷ আমরা এখনো পারফেক্ট খেলাটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি৷’’

জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ম্যাচ ছাড়া বাকি তিন ম্যাচে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেনি উদ্বোধনী জুটি৷ এই সিরিজে মোট চারজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন৷ এর মধ্যে মুশফিকুর রহিম এক ম্যাচে উদ্বোধন করেছেন৷ মাত্র পাঁচ রান করেছিলেন তিনি৷ বাকিদের মধ্যে লিটন দাস চার ম্যাচে ৬১ রান, সৌম্য দুই ম্যাচে চার আর নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচে করেন মাত্র ১৬ রান৷

এদিকে, ফাইনালের আগে দুই দলেই ইনজুরি সমস্যা আছে৷ আন্তর্জাতিক অভিষেকে দারুণ পারফর্ম করা বাংলাদেশের লেগ স্পিনার আমিনুলের বাঁ হাতে তিনটি সেলাই থাকায় আজ তিনি খেলতে পারবেন না৷

তবে আফগান অধিনায়ক রশিদ খান ইনজুরিতে থাকলেও ফাইনাল খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য