1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝিনাইদহ ও নীলফামারীর সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ চারজন নিহত

২৬ জানুয়ারি ২০২২

ঝিনাইদহে বুধবার ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজশিক্ষক৷ একইদিনে নীলফামারীতে একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অটোরিকশার তিন আরোহীর৷

https://p.dw.com/p/465Ta
প্রতীকী ছবিছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

বুধবার সকালে নীলফামারী সদরের দারোয়ানী এলাকার দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে সদর থানার ওসি আবদুর রউফ জানিয়েছেন৷

খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস লেভেল ক্রসিংয়ে পৌঁছানোর আগে আগে উত্তরা ইপিজেডের শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে৷ নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৩৫ বয়সি শেফালী বেগম নামের এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান৷ এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আরও সাতজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে ৩৫ বছর বয়সি রোমানা ও সাহেরা নামের দুই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ পরে আহত বাকি ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

বুধবার দুপুরে ঝিনাইদহ উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর পশু হাটের পাশের দুর্ঘটনায় মারা যান ৫০ বছর বয়সি শিক্ষক মহিদুল ইসলাম৷ তিনি গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক এবং কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ছিলেন৷ দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মহিদুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী সোলাইমান হোসেন৷

চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন  বলে জানান সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান