1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলেনস্কির কমেডি সিরিজের পোয়াবারো

৫ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একসময় অভিনেতা ও কমেডিয়ান ছিলেন৷ ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিপল' সিরিজে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন৷

https://p.dw.com/p/483r8
ছবি: Irina Yakovleva/TASS/dpa/picture alliance

ঐ কমেডি সিরিজে দেখা গেছে, রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে দেয়া তার বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একসময় জেলেনস্কি প্রেসিডেন্ট হয়ে যান৷ তার এক ছাত্র ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করেছিল৷

সিরিজটি ইউক্রেনে বেশ জনপ্রিয়তা পেয়েছিল৷ বেশ কিছু পুরস্কারও জিতেছিল সেটি৷

সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বিশ্বব্যাপী জেলেনস্কির জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে৷ একসময়ের কমেডিয়ান জেলেনস্কি যুদ্ধকালীন নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন৷ সে কারণে তার অভিনীত কমেডি সিরিজের চাহিদাও বেড়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশে সিরিজটি দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে৷

একো রাইটস নামের একটি প্রতিষ্ঠান ঐ কমেডি সিরিজের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে৷ কোম্পানির ম্যানেজিং পার্টনার নিকোলা সাদারলুন্ড জানিয়েছেন, গত কয়েকদিনে সিরিজটির বিক্রি নাটকীয়ভাবে বেড়েছে৷

ব্রিটেনের চ্যানেল ফোর জানিয়েছে, তারা ‘সার্ভেন্ট অফ দ্য পিপল' সিরিজ প্রচারের অনুমতি পেয়েছে৷ রোববার তারা একটি পর্ব প্রচার করবে বলে জানিয়েছে৷

এছাড়া মধ্যপ্রাচ্য এমবিসি, গ্রিসের এএনটি ওয়ান ও রোমানিয়ার প্রো টিভি সিরিজটি দেখানোর অনুমতি পেয়েছে বলে জানিয়েছে একো রাইটস৷ বুলগেরিয়া, মলদোভা, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড ও জর্জিয়ার প্রচারমাধ্যমও অনুমতি নিয়েছে বলে জানিয়েছে তারা৷

সাদারলুন্ড বলেন, ‘‘একজন কমেডিয়ান যে রাজনীতিবিদ হতে পারেন তাতে মানুষ অবাক হয়েছে৷ তিনি হয়েছেন৷''

সম্প্রতি ইউক্রেনের রেডক্রসকে ৫০ হাজার ইউরো দান করেছে একো রাইটস৷

জেডএইচ/এসিবি (এপি)