1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুসালেম ‘বিক্রির জন্য নয়’, বলল ফিলিস্তিন

৩ জানুয়ারি ২০১৮

অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি পাওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, জেরুসালেম ‘বিক্রির জন্য নয়'৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা বন্ধের হুমকি দেন৷

https://p.dw.com/p/2qHUM
Palästina Ramallah Palästina Mahmoud Abbas
ছবি: picture-alliance/abaca/I. Rimawi

এট টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা ফিলিস্তিনিদের বছরে শত শত মিলিয়ন ডলার দেই৷ কিন্তু বিনিময়ে কোনো সম্মান পাই না৷ ফিলিস্তিনিরা যেহেতু আর আলোচনায় বসতে আগ্রহী নয়, তাহলে কেন আমরা ভবিষ্যতে তাদের এত সহায়তা দেবো?''

এর আগে গতমাসে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট৷ এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তখন বলেছিলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আর কোনো ভূমিকা রাখতে পারবে না৷

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা এএফপিকে বলেন, ‘‘ফিলিস্তিন রাষ্ট্রের চিরন্তন রাজধানী হলো জেরুসালেম এবং এটা সোনা কিংবা অর্থের বিনিময়ে বিক্রয়যোগ্য নয়৷'' তিনি বলেন, ‘‘আমরা আলোচনার টেবিলে ফিরে যাবার বিরোধী নই৷ কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক আইন ও নীতির ভিত্তিতে, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও পূর্ব জেরুসালেমকে ঐ রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে৷''

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের হিসেব অনুযায়ী, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে ৩১৯ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল৷

কিমকে নিয়ে তামাশা করলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার নববর্ষের বক্তব্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাঁর টেবিলে ‘নিউক্লিয়ার বোতাম' আছে৷ উত্তর কোরিয়াকে হুমকি দিলে সেটি ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি৷ তাঁর এই হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান, তাঁর টেবিলে আরও ‘বড় ও শক্তিশালী' নিউক্লিয়ার বোতাম আছে৷

হটলাইন চালু

কিম জং উন যে বক্তব্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছিলেন সেই ভাষণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছিলেন৷ তাঁর এই আগ্রহের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে আগামী মঙ্গলবার উচ্চ পর্যায়ের এক আলোচনার প্রস্তাব দেয়৷ আর সেদিন কী নিয়ে কথা হবে তা ঠিক করতে বন্ধ থাকা হটলাইন চালু করে তার মাধ্যমে আলোচনার প্রস্তাব দেয়৷ দক্ষিণ কোরিয়ার এই প্রস্তাবের পর কিম জং উন হটলাইন চালুর নির্দেশ দেন৷ তারপর আজ গ্রিনিচ মান সময় সাড়ে ছয়টায় হটলাইনটি চালু হয়৷ দুই দেশের সীমান্তে অবস্থিত সেনামুক্ত গ্রাম পানমুনজোমে থাকা এই হটলাইন থেকে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ফোন করেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়৷ তবে সেই সময় কী নিয়ে কথা হয়েছে তা জানায়নি৷

হটলাইন চালু করার উত্তর কোরিয়ার সিদ্ধান্ত ‘গুরুত্বপূর্ণ অর্থ' বহন করে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র৷ তবে দুই কোরিয়ার মধ্যে অর্থপূর্ণ আলোচনা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)