1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিজ্ঞাসাবাদ চলছে, এখনই এর বেশি কিছু বলা যাবে না: হাবিবুর রহমান

২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পুলিশ।

https://p.dw.com/p/4g9EE

ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, "গত ১২ মে তিনি (আনোয়ারুল আজিম আনার) ভারতে গিয়ে নিখোঁজ হন। এই ঘটনায় ভারতে একটি সাধারণ ডায়েরি হয়। সেই ডায়েরির সূত্র ধরেই বাংলাদেশ পুলিশ ও ভারতের পুলিশ তদন্ত শুরু করেছিল। আজ সকালেই আমরা নিশ্চিত হয়েছি, তিনি খুন হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।” আটককৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, "তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এখনই এর বেশি কিছু বলা যাবে না।”