1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিসহ কয়েকটি দেশে জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস

২৯ সেপ্টেম্বর ২০১০

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের গোয়েন্দারা জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের বড় বড় শহরগুলোতে জঙ্গি হামলা হতে পারে – এমন একটি পরিকল্পনার হদিশ পেয়েছেন৷ পাকিস্তানের উপজাতীয় অঞ্চল থেকে এই পরিকল্পনা প্রণীত বলে খবর৷

https://p.dw.com/p/PPYJ
ফাইল ছবিছবি: AP

ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই টিভি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করেছে৷ মূলত পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকার জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে মার্কিন চালকবিহীন ড্রোন হামলার পরিপ্রেক্ষিতেই এই হামলা পরিকল্পনা বলে মনে করা হচ্ছে৷

বিবিসি পরিবেশিত সংবাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ আরও জানাচ্ছে, এই পরিকল্পনার হোতা আল কায়েদা গোষ্ঠী৷ পশ্চিমা নাগরিকদের অপহরণ ও হত্যা এবং ২০০৮ সালে ভারতের মুম্বই এর পাচঁতারা হোটেলে সংঘবদ্ধ হামলার মতো বেশ কিছু ঘটনা ঘটাবার ছক কেটেছে জঙ্গিরা- এমন ক্লু পেয়েছে গোয়েন্দারা৷ সংবাদ সংস্থাগুলোর ভাষ্য, সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধ্বংসাত্মক পরিকল্পনা এটি৷

এবিসি টেলিভিশন জানিয়েছে, গোয়েন্দারা জেনেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও হামলা হতে পারে৷ আর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে৷ ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ তবে সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, এর সঙ্গে আল কায়েদার পরিকল্পিত নতুন হামলা পরিকল্পনা সম্পর্ক নেই৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন