1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির স্কুল ক্যাম্পে বর্ণবাদী মন্তব্য

৯ মে ২০২৩

মন্তব্যের জেরে একদল ছাত্র ক্যাম্প শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

https://p.dw.com/p/4R4Lh
জার্মানির স্কুলে বর্ণবাদ
ছবি: Bernd Settnik/ZB/picture alliance

সোমবার জার্মান পুলিশ জানিয়েছে, বার্লিনের সামান্য দূরে ব্র্যান্ডেনবুর্গে একটি স্কুলের অংকের ক্যাম্পের আয়োজন হয়েছিল। সেখানেই এই ঘটনা ঘটেছে। ওই ক্যাম্পে সাধারণ ছাত্রদের সঙ্গে সংখ্যালঘু জনজাতি সম্প্রদায়ের বেশ কিছু ছাত্র যোগ দিয়েছিল। আর তাদের লক্ষ্য করেই বর্ণবাদী মন্তব্য করা হয়। তার জেরে ওই ক্যাম্প শেষ না করেই বেরিয়ে যেতে বাধ্য হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্ররা।

পুলিশ গিয়ে ওই ছাত্রদের এসকর্ট করে ক্যাম্প থেকে বার করে নিয়ে যায়। রাজনৈতিক সহিংসতা নিয়ে যে অফিসাররেরা কাজ করেন, তাদের এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ২৮ জন ছাত্রের নাম লিখেছে পুলিশ। তবে তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

ওই ক্যাম্পের আয়োজকেরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিষয়টিকে জেনোফোবিয়া এবং বর্ণবাদ বলে উল্লেখ করেছেন তারা।

বার্লিনের শিক্ষামন্ত্রী ক্যাটারিনা গুন্টার উনশ বলেছেন, যারা বর্ণবাদের স্বীকার হয়েছে, তাদের মনোবিদের কাছে নিয়ে যাওয়া হবে। বর্ণবাদী আক্রমণের স্মৃতি তারা যাতে কাটিয়ে উঠতে পারে, তার ব্যবস্থা করা হবে। সোশ্যাল ডেমোক্র্যাট নেতা লুডউইগ শিৎজ বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে বার্লিনের স্কুলগুলিতে বর্ণবাদবিরোধী শিক্ষা দেওয়া কতটা জরুরি। পাঠক্রমে বিষয়গুলি থাকলেও তা ছাত্রদের বোঝানো যাচ্ছে না বলে তিনি মনে করেন।

শিৎজের বক্তব্য, দক্ষিণপন্থা এবং বর্ণবাদকে আর কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না। গোটা সমাজের মধ্যে তা ছড়িয়ে পড়ছে। ব্র্যান্ডেনবুর্গের বেশ কয়েকটি স্কুলে দক্ষিণপন্থা মাথা চাড়া দিচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কোনো কোনো ছাত্র নাৎসি স্যালুটও করছে বলে জানা গেছে। বস্তুত, দক্ষিণপন্থি এএফডি দল ওই অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী বলেও জানা গেছে।

এসজি/জিএইচ (এফপি, ডিপিএ)