1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সবচেয়ে বড় অনলাইন মাদক-বাজার

২৮ জুন ২০১৯

এক বছরেরও বেশি সময়ের চেষ্টায় জার্মানির সবচেয়ে বড় অনলাইন মাদকের বাজারের সন্ধান পেয়েছে পুলিশ৷ এর সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনটি দেশ থেকে ধরা হয়েছে তাদের৷

https://p.dw.com/p/3LHK8
Ecstasy / Extasy / MDMA
ছবি: Colourbox

শুক্রবার পুলিশ এবং আইনজীবীরা এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান৷ বিবৃতিতে জানানো হয়, কেমিক্যাল রেভোল্যুশন নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা গাঁজা, এমডিএমএ, কোকেন, হেরোইন, এক্সট্যাসি, এলএসডিসহ নানা ধরনের মাদক বিক্রি করতো৷ ইউরো বা ডলারে নয় মাদক বিক্রি হতো বিটকয়েনে৷ মোট কী পরিমাণ মাদক কেমন দামে বিক্রি করা হয়েছে তা জানানো হয়নি৷

পুলিশ জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে ২৬ বছর বয়সি এক জার্মান তরুণকে গ্রেপ্তারের পর থেকে তারা প্রাথমিক তদন্ত শুরু করেন৷ স্পেন থেকে ফেরা এ তরুণকে জার্মানির ব্রান্ডেনবুর্গ থেকে তরুণকে গ্রেপ্তার করা হয়৷ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ড থেকে আরো দশজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ৷গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২৪ থেকে ৪৪ বছরের মধ্যে৷

চেজ ভিন্টার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য