1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বাভারিয়ায় লিঙ্গ-সংবেদনশীল ভাষা নিষিদ্ধ

২০ মার্চ ২০২৪

জার্মানির বাভারিয়া রাজ্যের শিক্ষকেরা এখন থেকে স্কুলের লেখায় বিশেষ্য পদে অ্যাস্টেরিক বা কোলন বা অন্য কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন না৷

https://p.dw.com/p/4dvSz
প্রতীকী ছবি
স্কুলে পড়াশোনা সংক্রান্ত নির্দেশনা, অভিভাবকদের কাছে পাঠানো চিঠি এবং স্কুলের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাভারিয়ার মন্ত্রী ফ্লোরিয়ান হেয়ারমান৷ছবি: Wolfgang Maria Weber/picture alliance

স্কুলে পড়াশোনা সংক্রান্ত নির্দেশনা, অভিভাবকদের কাছে পাঠানো চিঠি এবং স্কুলের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে শিক্ষকদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানিয়েছেন বাভারিয়ার মন্ত্রী ফ্লোরিয়ান হেয়ারমান৷ রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম মেনে চলতে হবে৷

জার্মান ভাষায় পুরুষ রোগীর জন্য Patient (পাৎসিয়েন্ট) এবং নারী রোগীর ক্ষেত্রে Patientin (পাৎসিয়েন্টিন) শব্দ ব্যবহার করা হয়৷

অনেক পুরুষ রোগী বোঝাতে Patienten এবং একাধিক নারী রোগী বোঝাতে Patientinnen ব্যবহার করা হয়৷

আর অনেক রোগী (যেখানে পুরুষ ও নারী উভয়ই আছে) বোঝাতে অনেকদিন ধরে লিখিত জার্মানে PatientInnen শব্দটি ব্যবহার করা হচ্ছে৷ অর্থাৎ ছোট i এর বদল বড় I ব্যবহার করা হচ্ছে৷

এর বাইরে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অনেক পুরুষ ও নারী রোগী বোঝাতে অ্যাস্টেরিক (*), যাকে ‘জেন্ডার স্টার' বলা হয়, বা আন্ডারস্কোর (_) চিহ্ন ব্যবহারের আহ্বান জানিয়েছে- অর্থাৎ Patient*in, Patient_in লেখার আহ্বান জানিয়েছে৷ আর বলার সময় একটু থেমে উচ্চারণ করার আহ্বান জানিয়েছে৷

বাভারিয়া কর্তৃপক্ষ এসব চিহ্ন ব্যবহার না করার নিয়ম করেছে৷ ফ্লোরিয়ান হেয়ারমান বলেন, ‘‘আমাদের বার্তা হলো: ভাষা অবশ্যই স্পষ্ট ও বোধগম্য হতে হবে৷ তবে এটি একটি উদার সমাজে আলোচনার জায়গা উন্মুক্ত রাখার বিষয়ও৷''

জার্মান শিক্ষক সমিতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ সমিতির প্রেসিডেন্ট স্টেফান ড্যুল মনে করেন, অ্যাস্টেরিক চিহ্নের কারণে অনেকে মনে করতে পারেন যে, তাদের বাদ দেওয়া হয়েছে৷

বাভারিয়া লিঙ্গ-সংবেদনশীল ভাষা পরিহারের দিকে গেলেও ২০১৯ সালে হ্যানোভার এ ধরনের ভাষা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান