1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রশংসায় স্পেন কোচ দেল বস্কে

২৯ এপ্রিল ২০১৩

স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন৷ তাঁর অধীনে খেলা ৭০টি ম্যাচের ৫৮টিতেই জিতেছে স্পেন৷ তিনি স্পেনের কোচ দেল বস্কে৷ সম্প্রতি জানা গেল, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি৷

https://p.dw.com/p/18Oku
Spain's coach Vicente del Bosque (L) and Italy's coach Cesare Prandelli (R) watch their Group C Euro 2012 soccer match at the PGE Arena in Gdansk, June 10, 2012. REUTERS/Juan Medina (POLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

২০০৮ সালে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ হন বস্কে৷ এরপর স্পেন ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্ব সেরা হয়৷ আর তার দুই বছর পর আবারও ইউরোপের সেরা হয় স্পেন৷

ব্রাজিল বিশ্বকাপেও স্পেন ভালো করবে বলে বিশ্লেষকদের ধারণা৷ তবে বস্কের মতে জার্মানি, আর্জেন্টিনা আর স্বাগতিক ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে৷

Spain head coach Vicente Del Bosque during the World Cup group H soccer match between the Chile and Spain at the Loftus Versfeld Stadium in Pretoria, South Africa, Friday, June 25, 2010. (AP Photo/Ivan Sekretarev)
দেল বস্কে...ছবি: AP

তিনি বলেন, নতুন ফুটবলের সঙ্গে জার্মানি চমৎকারভাবে নিজেদের মানিয়ে নিয়েছে৷ ‘পাওয়ার' ফুটবলের চেয়ে তারা এখন হালের ‘পজেশন' ফুটবলের দিকে মনোযোগ দিয়েছে৷ তবে চ্যাম্পিয়নস লিগে স্পেনের দুই দলের জার্মান দলগুলোর কাছে মহাপরাজয়ে সবকিছু বদলে যায়নি বলে মনে করেন বস্কে৷ তাঁর মতে, দ্বিতীয় লেগের খেলার আগে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক হবেনা৷ বস্কে মনে করেন, বর্তমান অবস্থা থেকেও বার্সা আর রেয়ালের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে৷

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অবশ্য আশা ছিল ২০১৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন বস্কে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য