1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনে ভস্মীভূত বানরেরা

১ জানুয়ারি ২০২০

জার্মানির ক্রেফেল শহরের চিড়িয়াখানায় বানরের অভয়াশ্রমে ভয়াবহ আগুন লেগেছে৷ সেখানকার কোনো প্রাণী আর বেঁচে নেই বলে নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3VYpN
Deutschland Brand in Krefelder Zoo - alle Tiere im Affenhaus tot
ছবি: picture-alliance/dpa/D. Young

জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ রাতভর আগুনে পুড়ে গেছে বানরের অভয়ারণ্য৷ সেখানে যত প্রাণী ছিল তার কোনটিই আর বেঁচে নেই বলে ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ সব মিলিয়ে ত্রিশটিরও বেশি প্রাণীর মৃত্যু ঘটেছে৷ তবে পাশের ‘গরিলা গার্ডেন' ক্ষতিগ্রস্থ হয়নি৷

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, ‘‘অনেকেই সাহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন৷ আমরা এখনও হতভম্ব৷ ঠিক কোনো সহযোগিতা লাগবে কীনা কিংবা কোথায় লাগতে পারে তা বলতে পারছি না৷''

এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো৷ পুলিশ ঘটনাটি তদন্ত করছে৷  

এফএস/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য