1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির কয়েকশ' রাজনীতিবিদের তথ্য ফাঁস

৪ জানুয়ারি ২০১৯

জার্মানির বিভিন্ন দলের অভ্যন্তরীণ তথ্য এবং রাজনীতিবিদদের ব্যক্তিগত তথ্য টুইটারের মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে বার্লিনের একটি রেডিও৷ কট্টর ডানপন্থি দল এএফডি বাদে জার্মান পার্লামেন্টের সব দলই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

https://p.dw.com/p/3B29S
ছবি: picture-alliance/blickwinkel/M. Haddenhorst

জার্মানির বার্লিনভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আরবিবি ইনফোরেডিও তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে শুক্রবার সকালে৷ সেখানে বলা হয়, দলগুলোর একান্ত গোপনীয় তথ্য এবং কয়েকশ' রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে অনলাইনে

সংসদে যেসব দল রয়েছে সেগুলোর মধ্যে এএফডি ছাড়া প্রত্যেকটিকেই টার্গেট করেছে হ্যাকাররা৷ রাষ্ট্রীয় পর্যায়ের রাজনীতিবিদরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম এই খবরটি জানাজানি হয়৷ অবশ্য গত বছরের ডিসেম্বরের শুরুতেই হামবুর্গভিত্তিক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছিল৷ তবে এর উপস্থাপনা ছিল ভিন্ন৷ আডভেন্ট ক্যালেন্ডার স্টাইলে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যার বেশিরভাগই ছিল ব্যাঙ্গাত্মক৷

তবে ফাঁস হওয়া তথ্যের মধ্যে বেশিরভাগ ব্যক্তিগত ঠিকানা ও ফোন নাম্বার৷ এছাড়া কয়েকজনের ব্যাংক ও আর্থিক লেনদেনের তথ্য, আইডি কার্ড, ব্যক্তিগত ফোনালাপ (ম্যাসেজ)-এসবও ফাঁস হয়েছে৷

তবে এখনো পর্যন্ত এসব তথ্যের কোনোটি ‘উচ্চ সংবেদনশীল' নয় বলে জানা গেছে৷ কিছু কিছু তথ্য-উপাত্ত এক বছরের পুরোনো৷ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি৷

ক্রিস্টিনা বুরাক/এপিবি