1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির আফগানিস্তান পরিকল্পনা জানালেন বেয়ারবক

২৪ ডিসেম্বর ২০২১

দ্রুত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানোর কথা বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

https://p.dw.com/p/44nRD
আনালেনা বেয়ারবক
ছবি: Michael Sohn/AP Photo/picture alliance

আফগানিস্তানে আটকে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর কথা জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। প্রশাসনিক ফাইলের জটিলতা কাটিয়ে দ্রুত তাদের উদ্ধারের পরিকল্পনার কথা ঘোষণা করলেন।

বৃহস্পতিবার বেয়ারবক বলেছেন, ''আফগানিস্তানের অর্থনীতির অবস্থা শোচনীয়। একাধিক ক্ষেত্রে আফগানিস্তান কার্যত ভেঙে পড়েছে।'' তার মতে এই সময়ের সবচেয়ে বড় বিপর্যয়ের নাম আফগানিস্তান। দেশের লাখ লাখ মানুষের দুর্দশা অবর্ণনীয়। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো জরুরি।

বেয়ারবক সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সামান্য খাবারের জন্য মেয়েদের বিক্রি করতে বাধ্য হচ্ছে পরিবারগুলি। এর থেকেই বোঝা যায়, সেখানে কী অবস্থায় বসবাস করছেন সাধারণ মানুষ। জার্মানির হিসেবে, চলতি শীতে শুধু ঠান্ডায় ২৪ মিলিয়ন আফগানের মৃত্যু হতে পারে। তারমধ্যে অসংখ্য শিশুও আছে। বেয়ারবক বলেছেন, ''চোখ বুজে রেখে এই মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। তাদের উদ্ধার করতে হবে।''

জার্মান পররাষ্ট্রমন্ত্রী এদিন জানিয়েছেন, জার্মান সরকার আফগানিস্তান থেকে প্রায় দশ হাজার মানুষকে উদ্ধার করেছে। উদ্ধার করে জার্মানি নিয়ে আশার প্রতিশ্রুতি যাদের দেওয়া হয়েছিল, তেমন আরো ১৫ হাজার মানুষ এখনো আফগানিস্তানে আটকে আছেন। শুধু তাই নয়, ১৩৫ জন জার্মান নাগরিক এখনো আফগানিস্তানে আটকে। তাদের সকলকে জার্মানিতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, ''জার্মানি আপনাদের ভুলে যায়নি।''

বৃহস্পতিবারই আফগানিস্তান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানের সাধারণ মানুষের দুর্ভোগের জন্য তালেবান, মার্কিন সেনা এবং এবং আফগান সেনা যৌথভাবে দায়ী। তাদের যুদ্ধে বহু সাধারণ আফগানের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে অ্যামনেস্টি। তবে এ বিষয়ে অ্যামেরিকা এবং তালেবান নেতৃত্ব কেউই কোনো মন্তব্য করেনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, ডিপিএ)