1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ৬ বছরের নিখোঁজ শিশুর সন্ধানে ১,২০০ জন

২৯ এপ্রিল ২০২৪

জার্মানিতে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ৬ বছরের এক শিশুকে খুঁজতে পুলিশ, সেনা, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী মিলে প্রায় ১,২০০ জন কাজ করছেন৷

https://p.dw.com/p/4fI8Y
চলছে নিখোঁজ শিশুর সন্ধান
জার্মানিতে ৬ বছরের এক শিশু নিখোঁজছবি: Daniel Bockwoldt/dpa/picture alliance

উত্তর জার্মানির শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই খোঁজ চলছে৷ সিসি ক্যামেরায় দেখা গেছে, গত সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের ঐ শিশু বাসা থেকে বের হয়ে কাছের বনের দিকে যাচ্ছে৷ সেই সময় তার পরনে কমলা রংয়ের ফুলহাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল৷

পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে৷

তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে৷ এছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে৷ নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে৷

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে অন্যায় কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি৷

পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েকদিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, ডিডাব্লিউ)