1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে হচ্ছে তুর্কি স্কুল

১০ জানুয়ারি ২০২০

তুরস্ক সরকার বার্লিন, কোলন ও ফ্রাঙ্কফুর্টে স্কুল খোলার বিষয়ে জার্মান সরকারের সঙ্গে একটি খসড়া চুক্তিতে উপনীত হয়েছে৷ জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি বসবাস করেন৷ যাদের অর্ধেকের বেশি এখন জার্মান পাসপোর্টের মালিক৷

https://p.dw.com/p/3VzIe
Türkische und deutsche Fahnen
ছবি: Getty Images/AFP/O. Kose

খসড়া চুক্তিতে জার্মানির তিন নগরীতে তুর্কি স্কুল খোলার পাশাপাশি আঙ্কারা, ইস্তাম্বুল ও ইজমিরে জার্মান ভাষার স্কুল খোলার বিষয়েও আলোচনা হয়েছে৷

ইজমিরে জার্মান দূতাবাস পরিচালিত একটি স্কুল আগে ছিল৷ কিন্তু২০১৮ সালে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলে সেটি বন্ধ করে দেন রিচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷

গত গ্রীষ্মে দুই দেশ স্কুল খোলার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করে এবং একটি খসড়া চুক্তিতে উপনীত হয়৷ এখন ওই খসড়া চুক্তির পর্যালোচনা চলছে৷

খসড়া চুক্তিতে ‘বিদেশের মাটিতে জার্মান স্কুল খোলার আইনী বিষয়গুলো নিশ্চিতহয়েছে কিনা' তা দেখা হচ্ছে বলে জানায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তুর্কি স্কুলগুলো ‘রিপ্লেসমেন্ট স্কুল' এর আদলে পরিচালিত হবে৷ তবে প্রাইভেট স্কুল হওয়ায় সেগুলো তাদের নিজস্ব সিলেবাস বেছে নিতে পারবে৷ শিক্ষক নিয়োগও স্কুল কর্তৃপক্ষের হাতে৷ সরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা উপকরণও তারা আমদানি করতে পারবে৷

যদিও সবই অবশ্যই জার্মান সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের কোনো কর্মকাণ্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না৷ অন্যান্য দেশের স্কুলের মত তুরস্ক সরকার ওই স্কুল পরিচালনায় থাকতে পারবে না৷ প্রাইভেট প্রতিষ্ঠানকে সেটি পরিচালনা করতে হবে৷

এসএনএল/কেএম (জিউডডয়চে সাইটুং)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য